মধ্যযুগীয় বর্বরতা মেদিনীপুর শহরে

চোর সন্দেহে বিদ্যুতের খুঁটিতে বেঁধে মারধর করা হল এক যুবককে। কোনও অজ পাড়া গাঁ নয়, এই বর্বরতার ছবি ধরা পড়ল খোদ মেদিনীপুর শহরের এলআইসি চকে। শনিবার সকালে এক অপরিচিত যুবককে এলাকায় ইতস্তত ঘুরতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। চোর সন্দেহে কয়েকজন তাঁকে ধরে খুঁটির সঙ্গে বেঁধে ফেলেন। জনসমক্ষে নগ্ন করে দেওয়া হয় ওই যুবককে। চলে বেধড়ক

মধ্যযুগীয় বর্বরতা মেদিনীপুর শহরে

চোর সন্দেহে বিদ্যুতের খুঁটিতে বেঁধে মারধর করা হল এক যুবককে। কোনও অজ পাড়া গাঁ নয়, এই বর্বরতার ছবি ধরা পড়ল খোদ মেদিনীপুর শহরের এলআইসি চকে। শনিবার সকালে এক অপরিচিত যুবককে এলাকায় ইতস্তত ঘুরতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। চোর সন্দেহে কয়েকজন তাঁকে ধরে খুঁটির সঙ্গে বেঁধে ফেলেন। জনসমক্ষে নগ্ন করে দেওয়া হয় ওই যুবককে। চলে বেধড়ক মারধর। মোবাইলে সেই সব ছবি তোলা হয়। অনেকে আবার সেলফিও তোলেন। খবর পেয়ে মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিস গিয়ে যুবকটিকে উদ্ধার করে। অথচ ওই যুবককে চুরি করতে দেখা যায়নি বা তাঁর কাছ থেকে কোনও চোরাই জিনিসও উদ্ধার হয়নি বলে স্থানীয় সূত্রে খবর। তাহলে, কেন শুধুমাত্র সন্দেহের বশে একজনের উপর এমন বর্বরোচিত আচরণ করা হল? কেনই বা আইন হাতে তুলে নিলেন স্থানীয়রা? সে বিষয়ে মুখ খুলতে নারাজ স্থানীয় প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − 6 =