বাঁকুড়া: করোনার মাঝেই ফের দেখা দিয়েছে ডায়েরিয়ার প্রকোপ৷ ইতিমধ্যে বাঁকুড়ার একটি এলাকার বেশ কিছুজন ডায়েরিয়ার প্রকোপে আক্রান্ত৷ পরিস্থিতি উদ্বেগ জনক আজ এলাকায় পৌঁছাল স্বাস্থ্য দফতরের মেডিক্যাল টিম৷
ঘটনাটি বাঁকুড়ার ৪ নম্বর ওয়ার্ডের ময়রাবাঁধ হাঁড়িপাড়ায়৷ শারদোৎসবের সময় থেকেই ওই এলাকার একের পর এক ব্যক্তি ডায়ারিয়ায় আক্রান্ত হতে থাকেন। বমি, পাতলা পায়খানার উপসর্গ নিয়ে ইতিমধ্যে ওই এলাকার ৭ জন বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সর্বমোট আক্রান্তের সংখ্যা ১৫ জন। ইতিমধ্যে পৌরসভার তরফে ঐ এলাকার পানীয় জলের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে পুর প্রশাসকদের অনুমান, পানীয় জলের সমস্যা থেকেই ডায়েরিয়ার প্রকোপ হয়ে থাকতে পারে৷
স্থানীয় বাসিন্দারা বলছেন, আচমকায় পেট ব্যাথা শুরু হচ্ছে৷ তারপরই বমি এবং পায়খানা৷ কোনওটায় থামছে না৷ ভয়ে আমরা পানীয় জলও খেতে পারছি না৷ যেভাবে আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে সবাই বড্ড ভয় পেয়ে গিয়েছি৷ এরপরই এদিন ৪ নম্বর ওয়ার্ডের ময়রাবাঁধ হাঁড়িপাড়ায় মেডিক্যাল টীম পাঠালো পৌরসভা। মঙ্গলবার সকাল থেকে স্থানীয় সুকান্ত স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ে আক্রান্তদের স্বাস্থ্য পরীক্ষার কাজ শুরু হয়েছে মেডিক্যাল ক্যাম্প পরিদর্শনে এসেছিলেন পৌরসভার ‘প্রশাসক’ অলকা সেন মজুমদার, প্রশাসক মণ্ডলীর সদস্য গৌতম দাশ সহ অন্যান্যরা। অলকা সেন মজুমদার বলেন, ‘‘জল থেকেই সমস্যা হয়ে থাকতে পারে৷ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে৷ আশা করি শীঘ্রই পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠবে৷’’