কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুর ঘটনা নিয়ে এখন কার্যত তোলপাড় রাজ্যে। ইতিমধ্যেই ওই ঘটনায় একজন গ্রেফতারও হয়েছে। র্যাগিংয়ের অভিযোগই স্পষ্টভাবে তোলা হয়েছে। এই ঘটনার আবহে আরও এক ছাত্রের রহস্যমৃত্যু ঘটল শহরে। এক ডাক্তারি পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আরজি কর হাসপাতালের এই ঘটনায় নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
জানা গিয়েছে, যে ডাক্তারি পড়ুয়ার মৃত্যু হয়েছে সে ইন্টার্নশিপ করছিল। প্রাথমিক সূত্রে খবর, ওষুধের বিরূপ প্রতিক্রিয়ার জেরে তার মৃত্যু ঘটেছে। কিন্তু আদতে ঠিক কোন কারণ তা নিয়েই ধোঁয়াশা। আসলে এই ঘটনা চেপে যাওয়ার চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। তাই ঘটনায় প্রবল সন্দেহ বাড়ছে। হাসপাতালের এক অন্য সূত্রে জানা গিয়েছে, ওই ছাত্রকে বুধবার মাঝরাতে হঠাৎ জরুরি বিভাগে ভর্তি করা হয়েছিল। প্রথমে মেডিসিন বিভাগ এবং পরে সিসিইউ-তে দেওয়া হয় তাকে। শুক্রবার রাতেই তার মৃত্যু হয়।
কীভাবে কোন ওষুধের বিষক্রিয়ায় মৃত্যু হল এই ছাত্রের তার হদিশ এখনও মিলছে না। এদিকে এই ঘটনার কথা প্রকাশ্যে আসতেই শোকের ছায়া নেমেছে ছাত্রের পরিবারে, বাকরুদ্ধ তার বন্ধুরাও। এই ঘটনাতেও ষড়যন্ত্রের তত্ত্ব খাঁড়া করা হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ এখনও এই বিষয়ে কিছু বলতে চাইছে না। তাতেই সন্দেহ বাড়তে শুরু করেছে।