বিদেশে যাননি, তবুও বাংলায় ওমিক্রন আক্রান্ত ডাক্তারি পড়ুয়া

বিদেশে যাননি, তবুও বাংলায় ওমিক্রন আক্রান্ত ডাক্তারি পড়ুয়া

6f092cb4a4b8dfab4838dcdf2bcc5570

কলকাতা:  দেশে ক্রমেই বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা৷ যা নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র৷ এই অবস্থায় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে দশ রাজ্যে পাঠানো হচ্ছে মাল্টি ডিসিপ্লিনারি টিম৷ বাংলা ছাড়াও যে সকল রাজ্যে মাল্টি ডিসিপ্লিনারি টিম পাঠানো হবে, তার মধ্যে রয়েছে কেরল, মহারাষ্ট্র, তামিলনাড়ু, মিজোরাম, কর্ণাটক, বিহার, উত্তর প্রদেশ, ঝাড়খণ্ড ও পঞ্জাব৷ সূত্রের খবর, ওমিক্রন আক্রান্তের সংখ্যা বৃদ্ধির মাঝে কী ভাবে পরিস্থিতির মোকাবিলা করা যায় সে বিষয়ে পরামর্শ দেবে কেন্দ্রের মাল্টি ডিসিপ্লিনারি টিম৷ 

আরও পড়ুন- বাবার মানসিক অবস্থা ঠিক নেই, কোথায় কী বলছেন জানেন না, ড্যামেজ কন্ট্রোলে মুকুল-পুত্র

এদিকে, কলকাতায় আরও এক ওমিক্রন আক্রান্তের হদিশ পাওয়া গিয়েছে৷ কলকাতা মেডিক্যাল কলেজের যে পড়ুয়ার শরীরে ওমিক্রনের হদিশ মিলেছে, তিনি কলেজের বিসি রায় হোস্টেলের আবাসিক৷ গতকাল রাতে তাঁর ওমিক্রন রিপোর্ট পজেটিভ আসার পর প্রত্যেক আবাসিককে হোস্টেলের বাইরে যেতে নিষেধ করা হয়েছে৷ এই হোস্টেলের আরও এক আবাসিক অসুস্থ বলে জানা গিয়েছে৷ তাঁরাও নমুনাও পরীক্ষার জন্য পাঠানো হয়েছে৷ 

কলকাতা মেডিক্যাল কলেজের ওই পড়ুয়ার জ্বর আসার পরেই তাঁর কোভিড টেস্ট করা হয়৷ রিপোর্ট পজেটিভ আসার পরেই তাঁর নমুনা জিনোম সিকোয়েন্সের জন্য পাঠানো হয়৷ তাতে দেখা যায় তিনি ওমিক্রন আক্রান্ত৷ আপাতত ওই পড়ুয়া বেলেঘাটা আইডি হাসপাতালে চিকিৎসাধীন৷ তাঁর অবস্থা স্থিতিশীল৷ তবে তাঁর রক্তচাপ সামান্য বেশি রয়েছে৷ অন্যান্য কোনও উপসর্গ নেই৷ তবে তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে৷ অন্যদিকে, সুপার ও হাসপাতালের অন্যান্য অধিকারিকরা শীঘ্রই এই হোস্টেলে বাকি আবাসিকদের বিষয়েও সিদ্ধান্ত নেবে৷   

উল্লেখ্য বিষয় হল, কলকাতা মেডিক্যাল কলেজের এই পড়ুয়ার বিদেশ যাত্রার কোনও ইতিহাস নেই৷ তাহলে কী ভাবে সংক্রমণ হল? চিকিৎসকরা জানাচ্ছেন, ওই পড়ুয়া অন্য কোনও ওমিক্রন আক্রান্তের সংস্পর্শে এসে থাকতে পারেন৷ ওয়ার্ডে বিভিন্ন রোগীর দেখভালের সময় অথবা আউটডোরে কাজ করার সময় এই অন্য কারও শরীর থেকে সংক্রমণ আসতে পারে তাঁর শরীরে৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *