মেডিক্যাল কাউন্সিলের নির্বাচন অবৈধ! রায় হাইকোর্টের

মেডিক্যাল কাউন্সিলের নির্বাচন অবৈধ! রায় হাইকোর্টের

কলকাতা: ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের নির্বাচন অবৈধ! এটি হয়েছিল ২০১৮ সালে। আজ এমনটাই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের নির্দেশ, নতুনভাবে ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের নির্বাচন করতে হবে। এর জন্য তৈরি করতে হবে অ্যাডহক কমিটি। আগামী ১ অগাস্ট থেকে অ্যাডহক কমিটি ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের দায়িত্ব নেবে। নতুন ভাবে নির্বাচন সংঘটিত করার জন্যই এই কমিটি গঠন করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন- প্রাক্তন শিক্ষামন্ত্রী অবজ্ঞা করেছিলেন, অতিথি অধ্যাপকের পাশে দাঁড়ালেন বিচারপতি

এদিন আদালত আরও জানায়, আগামী অক্টোবর মাসের মধ্যে নতুন নির্বাচনের ফলাফল ঘোষণা করতে হবে। নভেম্বরে নতুন ভাবে দায়িত্ব নেবে ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের নতুন কমিটি। আর নির্বাচন না হওয়া পর্যন্ত অ্যাডহক কমিটি শুধুমাত্র আর্থিক বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। চিকিৎসকদের রেজিস্ট্রেশন বাতিল বা অন্য কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তারা গ্রহণ করতে পারবে না। এটাই স্পষ্ট করে দিয়েছে কলকাতা হাইকোর্ট।

২০১৮ সালে যে নির্বাচন হয় তাতে অনিয়মের অভিযোগ তোলা হয়েছিল। মামলাকারীর দাবি ছিল, যোগ্য প্রার্থীদের বাছাই করা হয়নি। ভোটদানে অনিয়ম হয়েছে। সেই মামলার শুনানিই চলছিল এতদিন যার প্রেক্ষিতেই আজ আদালত এই সিদ্ধান্ত নিয়েছে। যদিও এই মামলা হওয়া নিয়ে আগেই প্রশ্ন তুলেছিল ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল। তাঁদের যুক্তি ছিল, যিনি মামলা করেছেন তিনি প্রবাসী ভারতীয়। তাই তিনি কলকাতা হাইকোর্টে এইভাবে মামলা করতেই পারেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 5 =