ব্যপম কেলেঙ্কারির মতো টেট দুর্নীতি বাংলায়! অভিযোগ করলেন সেলিম

ব্যপম কেলেঙ্কারির মতো টেট দুর্নীতি বাংলায়! অভিযোগ করলেন সেলিম

b06661ab73e59ab6d8362cf30823c53e

কলকাতা: অল্প দিনের ব্যবধানে আজ ফের বঙ্গ সফরে এসে মেট্রো প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে রেলের একাধিক প্রকল্পের উদ্বোধন হয়েছে। এদিকে সাংবাদিক বৈঠক করে একদিকে যেমন বিজেপিকে এক হাত নিয়েছেন সিপিএম নেতা মহম্মদ সেলিম, অন্যদিকে দুর্নীতি মামলায় রাজ্য সরকারকে আক্রমণ করেছেন তিনি। স্পষ্ট জানিয়েছেন, ব্যপম কেলেঙ্কারির মতো বাংলায় টেট দুর্নীতি হচ্ছে! বিজেপির ওপর মানুষের যে যে বিষয়ের রাগ, তৃণমূলের ক্ষেত্রেও‌ এক।

এদিন সেলিম বলেন, ব্যপম কেলেঙ্কারির সময় যেভাবে আসল ঘটনা চাপা দিয়ে দেওয়া হয়েছে সিবিআইকে দিয়ে সেই একই ফর্মুলা ব্যবহার করে টেট দুর্নীতি হচ্ছে বাংলায়। এখানেও বিশ্বজিৎ কুণ্ডুর মত লোক নিজের পরিবারের সদস্যদের চাকরি দিয়ে এখন বিজেপিতে চলে গেছে। এইভাবে রাজ্যে যে নিয়োগ দুর্নীতি, কাটমানি দুর্নীতি চলছে এগুলো ট্রেনিং সেখান থেকে নেওয়া হয়েছে যেখান থেকে ব্যপম কেলেঙ্কারি হয়েছিল। সেলিমের কথায়, এজন্য বাংলার মানুষ এখন স্বচ্ছতা চাইছে এবং বিকল্প চাইছে। তিনি আরো বলেন, একইভাবে তৃণমূল যেভাবে নিয়োগ করতে পারছেনা বিজেপিও সেভাবে নিয়োগ করতে পারেনি। আজ বাংলা যা হচ্ছে, ত্রিপুরাতেও একই জিনিস হচ্ছে সেখানেও নিয়োগ করতে পারেনি তারা। আজ যে মেট্রো সম্প্রসারণের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার প্রেক্ষিতে কথা বলতে গিয়ে সেলিম মন্তব্য করেছেন, বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের লজ্জা হওয়া উচিত কারণ গত সাত বছরে শহরে নতুন কোন প্রকল্পের কাজ শুরু হয়নি। 

উল্লেখ্য, ভোটে মুখে সাড়ে ১৬ হাজার শূন্যপদে প্রাথমিকে শিক্ষক নিয়োগের কথা থাকলেও তা আপাতত স্থগিত করে দিয়েছে কলকাতা হাইকোর্ট৷ আর তাতেই নিয়োগ ঘিরে তৈরি হয়েছে তুমুল বিতর্ক৷ ২০১৪ সালের প্রাইমারি টেটের অস্বচ্ছ মেধাতালিকা প্রকাশের অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বেশ কয়েকজন পরীক্ষার্থী৷ তাঁদের অভিযোগ, মেধাতালিকার কোনও পূর্ণঙ্গা তালিকা প্রকাশ করা হয়নি৷ শুধুমাত্র রোল নম্বর দিয়ে সফর প্রার্থীরা একমাত্র জানতে পারছেন, তিনি ডাক পাচ্ছেন কি না৷ মেধাতালিকা, প্যানেল না থাকার অভিযোগ তোলা হয়৷ মেধাতালিকায় অস্বচ্ছ অভিযোগ সংক্রান্ত মামলা ওঠে কলকাতা হাইকোর্টে৷ বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের বেঞ্চ নিয়োগের উপর স্থগিতাদেশ দিয়েছেন৷ মামলার নিষ্পত্তি না হওয়া স্থগিতাদেশ বহাল থাকবে৷ আগামী ৪ সপ্তাহ পর ফের এই মামলার শুনানি হওয়ার কথা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *