Aajbikel

অভিষেকের আইনি নোটিসের অপেক্ষায় আছেন সেলিম! উত্তর কি দেবেন

 | 
Mohammed Selim on Trinamool leaders social recognition row

কলকাতা: চোখের চিকিৎসার জন্য আমেরিকায় থাকা তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেছিলেন সিপিএম নেতা মহম্মদ সেলিম। তার জন্য তাঁকে আইনজীবী মারফত আইনি নোটিস পাঠিয়েছেন অভিষেক। কিন্তু এখনও সেই নোটিসের কোনও জবাব দেননি সেলিমা। জানা গিয়েছে, তিনি সেই নোটিস এখনও হাতেই পাননি। এক সংবাদমাধ্যমকে টেলিফোনিক সাক্ষাতকারে তিনি এমনটাই জানিয়েছেন। 

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ সফরকে বিরোধী দলের অনেকেই কটাক্ষ করেছেন। তাদের মধ্যে ছিলেন সিপিএম নেতা মহ সেলিমও। তবে তিনি সমাজমাধ্যমে যে কথা লিখেছিলেন তা মোটেই ভালো চোখে নেননি তৃণমূল নেতা। সেলিম প্রথমে লিখেছিলেন, তিনি (অভিষেক) তাঁর অসাধু সম্পদ রাখার করার জন্য ১৫ জন বিদেশি পতিতার অ্যাকাউন্ট ব্যবহার করেছিলেন। পরে অবশ্য 'পতিতা' শব্দ মুছে 'যৌনকর্মী' করেন কিন্তু মূল বক্তব্য তাঁর একই ছিল। এই টুইট নিয়েই যত বিতর্কের জন্ম। এই প্রেক্ষিতেই ক্ষমাপ্রার্থনা করে ওই টুইটটি না মুছে দিলে পরবর্তী সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

যদিও সিপিএম রাজ্য সম্পাদক কারোর নাম নেননি। তবে লেখার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় সংক্রান্ত একটি রিপোর্ট ‘শেয়ার’ করেছিলেন তিনি। তাই কাকে উদ্দেশ্য করে এই টুইট ছিল তা বুঝতে কারোর বাকি ছিল না। অবশ্য এখন সেটা ১০০ শতাংশ স্পষ্ট হয়ে গিয়েছে। প্রসঙ্গত গতকালই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে অভিষেকের একটি ছবি যেখানে তিনি এক বিদেশী ব্যক্তির সঙ্গে বসে আছেন। দাবি করা হচ্ছে, এই ব্যক্তিই তাঁর চোখের চিকিৎসক। আমেরিকার জন্‌স হপকিন্‌স হাসপাতালে অভিষেকের চোখের পরীক্ষা হয়েছে। এর আগে ওই হাসপাতালেই তাঁর চোখের অস্ত্রোপচার হয়েছিল।  
 

Around The Web

Trending News

You May like