কলকাতা: কেন্দ্র-রাজ্য সংঘাত পর্বে ফের রাজ্যের মুখ্যসচিবকে চিঠি কেন্দ্রীয় পর্যবেক্ষক দলের৷ রাজ্যের থেকে একগুচ্ছ বিষয়ে তথ্য জানতে চেয়ে দেওয়া হয়েছে চিঠি৷ রাজ্যের দেওয়ার তথ্যের ভিত্তিতে কলকাতা ও হাওড়ার ৮টি চিহ্নিত এলাকা পর্যবেক্ষণে যাওয়ার বার্তা পাঠিয়েছে পর্যবেক্ষ দল৷
করোনা মোকাবেলায় রাজ্যে কেমন টেস্ট হচ্ছে? পর্যাপ্ত সংখ্যায় কী টেস্ট আছে? পরীক্ষা কেন্দ্রগুলিতে ঠিক কীভাবে পরীক্ষা করা হচ্ছে? এখনও পর্যন্ত কত জনকে পরীক্ষা করা হয়েছে? রাজ্যে করোনা সেন্টারগুলির পরিস্থিতি কেমন? রাজ্যের আশ্বাসের পর মুখ্যসচিবকে এবার পাল্টা চিঠি কেন্দ্রীয় প্রতিনিধি দলের৷ করোনা পরিস্থিতি নিয়ে বিস্তারিত তথ্য চেয়ে মুখ্যসচিবকে চিঠি দেওয়া হয়েছে বলে সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর৷
কোন পদ্ধতিতে করোনায় মৃত্যু কি না, ঠিক করছে রাজ্যের কমিটি? কোন গাইডলাইন মেনে বাংলায় করোনা পরীক্ষা করা হচ্ছে? এই রিপোর্টের ভিত্তিতে এবার কলকাতা ও হাওড়ার ৮টি চিহ্নিত এলাকায় পর্যবেক্ষণে যাওয়ার ইচ্চা প্রকাশ করা হয়েছে৷ কলকাতার পাঁচটি এলাকা ও হাওড়ার তিনটি এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে৷ উত্তর ২৪ পরগনা জেলায় দুটি, পূর্ব মেদিনীপুরে তিনটি এলাকার চিহ্নিত করা হয়েছে৷
IMCT team leader wrote a letter regarding assessment to contain #COVID19 to West Bengal Chief Secretary, there has been no response from #WestBengal’s side till now. pic.twitter.com/5x0BrKWdid
— ANI (@ANI) April 22, 2020