কলকাতা: রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল উদ্ধার না হওয়ায় সিবিআইকে এক হাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্নামঞ্চ থেকে আক্রমণাত্মকভাবে মমতা বলেন, সিবিআই কোন তদন্ত শেষ করতে পেরেছে? নোবেল উদ্ধার করতে পারল? আমরা বলেছি, আমাদের হাতে তদন্তের ভার দেওয়া হোক। সিআইডি তদন্ত করবে। নোবেল সংক্রান্ত সব তথ্য আমাদের হাতে তুলে দিতে বলেছিলাম। কিন্তু ওরা (সিবিআই) রাজি হয়নি। কিন্তু নিজেরা কী করল? নোবেল উদ্ধার করতে পারল? নোবেল খুঁজে দিক সিবিআই। যে নোবেলের সঙ্গে রবিঠাকুরের সম্মান, বাংলার সম্মান জড়িয়ে আছে।
প্রাক্তন মুখ্যসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি দিয়ে সিবিআইকে সব তথ্য তুলে দিতে বলেছিলেন। কিন্তু তা দেয়নি সিবিআই। তাতেই ক্ষোভ প্রকাশ করেন মমতা।