তৃণমূলে যোগ দিলেন মৌসম বেনজির নূর, নবান্নে মমতার সঙ্গে দেখা

কলকাতা: সমস্ত জল্পনায় জল ঢেলে তৃণমূলে যোগ দিলেন মৌসম বেনজির নূর৷ আজ নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে দল বদলের কথা ঘোষণা করেন তিনি৷ এদিন পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন দীর্ঘসময় ধরে কথা বলেন তাঁরা৷ মনে করা হচ্ছে, মালদহে তৃণমূলের টিকিটেয় এবার মালদহ উত্তর লোকসভা কেন্দ্র থেকেই লড়াই করবেন মৌসম৷ এই

তৃণমূলে যোগ দিলেন মৌসম বেনজির নূর, নবান্নে মমতার সঙ্গে দেখা

কলকাতা: সমস্ত জল্পনায় জল ঢেলে তৃণমূলে যোগ দিলেন মৌসম বেনজির নূর৷ আজ নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে দল বদলের কথা ঘোষণা করেন তিনি৷ এদিন পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন দীর্ঘসময় ধরে কথা বলেন তাঁরা৷ মনে করা হচ্ছে, মালদহে তৃণমূলের টিকিটেয় এবার মালদহ উত্তর লোকসভা কেন্দ্র থেকেই লড়াই করবেন মৌসম৷ এই নিয়েও তাঁদের মধ্যে কথা হয় বলেও জানা গিয়েছে৷

এর আগে মালদহে গিয়ে পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী বলে এসেছিলেন, কংগ্রেসের প্রথম সারির বড় বড় নেতারা তৃণমূলে যোগ দিচ্ছেন খুব তাড়াতাড়ি৷ এরপরই শুরু হয় জল্পনা৷ উঠে আসে আবু হাসেম খান চৌধুরী ও মৌসম বেনজির নূরের নাম৷ পরে তৃণমূলে যোগদান করা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে রেগে যান করেন আবু হাসেম খান চৌধুরী৷ প্রতিক্রিয়া দিতে এড়িয়ে যান মৌসম৷ এবার সেই সমস্ত জল ঢেলে তৃণমূলে যোগ দেওয়ার কথা জানিয়ে দেন মৌসম৷

সম্প্রতি লোকসভা নির্বাচনের রণকৌশল ঠিক করতে প্রদেশ কংগ্রেস নেতৃত্বকে বৈঠকে ডেকেছিলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধী। সেই বৈঠকে প্রদেশ কংগ্রেসের প্রায় সব বিধায়ক, সাংসদ ও নেতারা উপস্থিত থাকলেও ছিলেন না মৌসম। এর পর থেকেই তাঁর তৃণমূলে যোগ দেওয়া নিয়ে জল্পনা বাড়ে। যদিও সেই জল্পনায় কার্যত জল ঢেলে দিয়েছেন মৌসম নিজেই৷ তবে বিজেপিকে ঠেকাতে রাজ্যে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের জোটকেই সমর্থনও করেন তিনি৷ এবার সরাসরি মমতার সঙ্গে দেখা করে নিজের কেন্দ্রে টিকিট পাকা করে নেন তিনি৷

উত্তর মালদা কেন্দ্র থেকে দু’বার কংগ্রেসের সাংসদ মৌসম। তবে গত পঞ্চায়েত নির্বাচনের পর ওই কেন্দ্রে কংগ্রেসের ভোট-ব্যাংকে কার্যত ধস নেমেছে। জেলা পরিষদের ১৪টি আসনের মধ্যে বিজেপি ও তৃণমূল একাই পেয়েছে ৬টি করে আসন। কংগ্রেসের ঝুলিতে মাত্র ২টি। ফলে, নিজেকে বাঁচাতে দলবদলের কৌশল বলেই মনে করছেন পর্যবেক্ষক মহলের একাংশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 3 =