mathew samuel
কলকাতা: লোকসভা ভোটের মুখে ফের নারদ কাণ্ড নিয়ে সিবিআই তৎপরতা। নারদ কর্তা ম্যাথু স্যামুয়েলকে ফের নোটিস পাঠিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। আগামী সোমবার সকাল ১০.৩০টায় নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। এই ম্যাথু স্যামুয়েল সেই সাংবাদিক যিনি নারদা স্টিং অপারেশন করেছিলেন। এতেই রাজ্যের একাধিক নেতা, মন্ত্রীকে টাকা নিতে দেখা গিয়েছিল ভিডিওতে। তারপর জল কম দূর গড়ায়নি। সিবিআইয়ের মতো তৎপরতা দেখিয়েছিল ইডিও। মাঝে কয়েক মাস বিষয়টি শান্ত থাকার পর এখন আবার মাথাচাড়া দিয়ে উঠল। অনুমান, দুর্গাপুজোর আগেই এই ইস্যুতে কিছু বড় পদক্ষেপ করতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
২০১৬ সাল থেকে রাজ্য রাজনীতির সবচেয়ে আলোচিত বিষয় নারদ স্টিং অপারেশন। সেই বছরই বিধানসভা ভোটের মুখে তা তোলপাড় ফেলে দিয়েছিল। তৃণমূলের বেশ কয়েকজন নেতা-নেত্রী ও পুলিশ কর্তা টাকা নিচ্ছেন এমন সব ভিডিও ভাইরাল হয়ে যায় সেই সময়। এই ভিডিওর নেপথ্যে থাকা সাংবাদিক ম্যাথু স্যামুয়েলকে নিয়ে তখন থেকেই আলোচনা। তিনি আদতে কোনও রাজনৈতিক দলের লোক কিনা, সেই নিয়েও প্রশ্ন ওঠে। তবে এতদিনেও সেই রকম কোনও তথ্য মেলেনি। তবে এখন তাঁকে আবার তলব কেন করা হল তা নিয়ে কথা হচ্ছে। জানা গিয়েছে, বেশ কিছু প্রশ্নের উত্তর তাঁর কাছ থেকে সিবিআই জানতে চায়।
এর আগেও নারদা কর্তাকে তলব করেছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। একাধিকবার তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এর ফলে প্রকাশ্যে আসে কেডি সিং-এর বিষয়টি। মাঝে কয়েক বছর নারদা মামলা নিয়ে সেইভাবে চর্চা হচ্ছিল না। এখন পুজোর আগে আবার তৎপরতা বৃদ্ধি। তাহলে কি লোকসভা ভোটের আগে বিরোধীদের চাপ বাড়াতে এমন কাজ? স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে গিয়েছে।