বুধ থেকেই বিপদ, কোন কোন জেলায় ভারী বৃষ্টি? জানিয়ে দিল হাওয়া অফিস

বুধ থেকেই বিপদ, কোন কোন জেলায় ভারী বৃষ্টি? জানিয়ে দিল হাওয়া অফিস

কলকাতা: ফের বিপদ বাংলার আকাশে৷ পশ্চিমী ঝঞ্ঝার দাপটে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা পশ্চিমের জেলাগুলিতে৷ বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে আজ থেকেই বজ্রগর্ভ মেঘের সঞ্চার হবে৷ বৃহস্পতিবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ যার জেরে আগামী দু’দিন শীতের প্রভাব কমবে বঙ্গে৷ আগামী তিনদিন রাতের তাপমাত্রা  ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাস৷ সপ্তাহান্তে কিছুটা পারদ নামার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস৷ 

আরও পড়ুন- ১২ ঘণ্টা আগেই মেট্রোর টিকিট বুকিং! কীভাবে সম্ভব

এদিকে, দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও শুরু হবে বৃষ্টির দাপট৷ দার্জিলিং, কালিম্পঙের মতো পাহাড়ি জেলাগুলিতে আগামী তিন থেকে চার দিন হালকা বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস৷ বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস।  স্বাভাবিকের থেকে যা ১ ডিগ্রি বেশি।  সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম।বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯৮ শতাংশ। 

হাওয়া অফিস জানাচ্ছে, শুক্রবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট আরও বাড়বে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং নদিয়ায় হালকা বৃষ্টিপাত হবে৷ তবে পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে বৃষ্টির দাপট খানিকটা বেশি থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ শনিবার থেকে ফের আবহাওয়া শুষ্ক হতে থাকবে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + ten =