কলকাতা: একদিকে করোনা, দীর্ঘ লকডাউন, অন্যদিকে বিধ্বংসী ঘূর্ণিঝড়৷ ব্যাপক ক্ষতি হয়েছে দুই ২৪ পরগনা জেলায়৷ ঘূর্ণিঝড়ে সব্জির ব্যাপক ক্ষতি হয়েছে৷ মাথার উপর আকাশ ভেঙে পড়েছে কৃষদের৷ আগামী দিনে সব্জির জোগান কীভাবে কীভাবে হবে? ঘুম ছুটেছে ব্যবসায়ী থেকে শুরু করে কৃষক, জনতার৷ সব্জির জোগান কমলে দাম বৃদ্ধির আশঙ্কা থেকে যাচ্ছে৷
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, দুই ২৪ পরগনা জেলায় মাঠে পড়ে সব্জির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে৷ আর তার জেরে আগামীদিনে সব্জির সরবরাহ নিয়ে চিন্তায় সরকারি মহল৷ লকডাউন চললেও সব্জির দাম মোটামুটি নিয়ন্ত্রণে ছিল৷ কিন্তু, ঝড়ের তাণ্ডবে শেষ দুই ২৪ পরগনা৷ অর্থকরী ফসল নষ্ট৷ পানের বরোজ থেকে পটলের মাচা, ব্যাপক ক্ষতি হয়েছে৷ ঘূর্ণিঝড়ের ব্যাপক প্রভাব পড়েছে পূর্ব মেদিনীপুরেও৷ ঘূর্ণিঝড়ের তাণ্ডবের আগে ৩ জেলায় বোরো ধান কেটে নেওয়া গেলেও সব্জির ক্ষতি হয়েছে ব্যাপক৷
রাজ্যে সামগ্ৰিকভাবে প্রায় ১৪ লক্ষ হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে৷ ৫০ লক্ষ টন ধান তুলে দেওয়া গেলেও ক্ষতির আশঙ্কা রয়েছে কাঁচা সব্জি৷