ব্যারাকপুরে ব্যাপক বোমাবাজি, এক শিশু সহ জখম ৬

ব্যারাকপুরে ব্যাপক বোমাবাজি, এক শিশু সহ জখম ৬

ব্যারাকপুর:  ষষ্ঠ দফার ভোটে সকাল থেকেই বিক্ষিপ্ত হিংসার ঘটনা সামনে এসেছে৷ বিভিন্ন জায়গা থেকে তৃণমূল ও বিজেপি’র সংঘর্ষের খবর মিলেছে৷ ভোট ষষ্ঠীতে উত্তপ্ত হয়ে ওঠে ব্যারাকপুরও৷ ব্যারাকপুর বিধানসভার অন্তর্গত টিটাগর পৌরসভার ১৪ ও ২২ নম্বর ওয়ার্ডে চলল ব্যাপক বোমাবাজি৷ 

আরও পড়ুন- টিটাগড়ে ব্যাপক বোমাবাজি, স্প্রিন্টারের আঘাতে জখম শিশু, এলাকায় উত্তেজনা

জানা গিয়েছে, এদিন পর পর ছয়-সাতটি বোম মারা হয়৷ এই ঘটনায় আহত এক শিশু সহ ছয় জন৷ তাদেরকে ব্যারাকপুর বি এন বোস হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে৷ এদিকে এদিন খড়দহ বিধানসভার বন্দিপুর গোলদার পাড়া রুম কমিউনিটি সেন্টারের কাছেও তৃণমূল-বিজেপি সংঘর্ষ বাধে৷ তৃণমূলের অভিযোগ, বিজেপি’র দুই  কর্মী তৃণমূলের ক্যাম্প অফিসে হটাৎই ঢুকে পড়ে ভাঙচুর চালায়৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight − 1 =