ভর সন্ধ্যায় মেন লাইনে বন্ধ ট্রেন চলাচল

কলকাতা: সকালে মেট্রো বিভ্রাট, সন্ধ্যায় থমকে গেল লোকাল ট্রেন৷ ছুটির দিনেও জোড়া বিপত্তিতে জেরবার সাধারণ যাত্রী-জীবন৷ রবিবার সন্ধ্যায় হেডের তার ছিঁড়ে যাওয়ার জেরে শিয়ালদহ মেন শাখায় ট্রেন চলাচল বন্ধ৷ জানা গিয়েছে, এদিন সাড়ে ছ’টা নাগাদ ওভার হেডের তার ছিঁড়ে বিপত্তি বাঁধে পলতা স্টেশনে৷ তার ছিঁড়ে যাওয়ায় আপাতত শিয়ালদহ মেন শাখায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে৷ সমস্যায় পড়েছেন

ভর সন্ধ্যায় মেন লাইনে বন্ধ ট্রেন চলাচল

কলকাতা: সকালে মেট্রো বিভ্রাট, সন্ধ্যায় থমকে গেল লোকাল ট্রেন৷ ছুটির দিনেও জোড়া বিপত্তিতে জেরবার সাধারণ যাত্রী-জীবন৷ রবিবার সন্ধ্যায় হেডের তার ছিঁড়ে যাওয়ার জেরে শিয়ালদহ মেন শাখায় ট্রেন চলাচল বন্ধ৷

জানা গিয়েছে, এদিন সাড়ে ছ’টা নাগাদ ওভার হেডের তার ছিঁড়ে বিপত্তি বাঁধে পলতা স্টেশনে৷ তার ছিঁড়ে যাওয়ায় আপাতত শিয়ালদহ মেন শাখায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে৷ সমস্যায় পড়েছেন যাত্রীরা৷ যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু হলেও বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে রয়েছে একাধিক লোকাল ট্রেন৷ অনিয়মিত হয়ে পড়েছে ট্রেন চলাচল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + seventeen =