মন্দার অর্থনীতিকে পিছনে ফেলে বাজারমুখী জনতা, তুঙ্গে পুজোর প্রস্তুতি

কলকাতা: চলছে বিশ্ব অর্থনীতিতে মন্দা৷ তার প্রভাব পড়েছে দেশে৷ পিছিয়ে নেই বাংলা৷ অর্থশাস্ত্রের মন্দার মারপ্যাঁচ উড়িয়ে মাসের শেষেও বাজারমুখী উৎসবপ্রিয় বাংলার জনতা৷ পুজোর আন্দনের কাছে মন্দা যে কোনও বাধা হতে পারে না, তা আরও একবার প্রমাণ করে দেখাল চতুর্থ সপ্তাহের রবিবারের কেনাকাটার ভিড়৷ পুজোর অপেক্ষা আর মাত্র ১২টি দিন৷ চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি৷ সেই প্রস্তুতিকে

মন্দার অর্থনীতিকে পিছনে ফেলে বাজারমুখী জনতা, তুঙ্গে পুজোর প্রস্তুতি

কলকাতা: চলছে বিশ্ব অর্থনীতিতে মন্দা৷ তার প্রভাব পড়েছে দেশে৷ পিছিয়ে নেই বাংলা৷ অর্থশাস্ত্রের মন্দার মারপ্যাঁচ উড়িয়ে মাসের শেষেও বাজারমুখী উৎসবপ্রিয় বাংলার জনতা৷ পুজোর আন্দনের কাছে মন্দা যে কোনও বাধা হতে পারে না, তা আরও একবার প্রমাণ করে দেখাল চতুর্থ সপ্তাহের রবিবারের কেনাকাটার ভিড়৷

পুজোর অপেক্ষা আর মাত্র ১২টি দিন৷ চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি৷ সেই প্রস্তুতিকে মাথায় রেখে শুরু হয়েছে কেনাকাটার ধুম৷ আজ মাসের চতুর্থ সপ্তাহের রবিবার হলেও, কুছ পরোয়া নেই৷ মাস শেষে পকেটে টান থাকলেও উৎসবের মেজাজে আম বাঙালি৷

রবিবারের ছুটির দিনে উৎসব প্রিয় বাঙালির গন্তব্য এখন পুজোর কেনাকাটা৷ শহর কলকাতার বিভিন্ন মার্কেট থেকে শুরু করে বাংলার প্রত্যেকটি বাজারে উপচে পড়া ভিড়৷ চলছে দেদার কেনাকাটা৷ তবে মাসের শেষে পকেটে টান ও মন্দ অর্থনীতির গেরোয় কিছুটা হলেও কেনাকাটার বাজেটে লাগাম টানার পথে হাঁটতে কার্যত বাধ্য হচ্ছেন মধ্যবিত্ত বাঙালি৷

কেননা, অক্টোবরের শুরুতেই পুজো৷ মাস পয়লা বেতন পান যারা, তাঁদের জন্য সুবিধা হলেও বাকিরা কিন্তু বেশ সমস্যার মুখোমুখি হতে পারেন৷ কেননা বহু এমন সংস্থায় আছে, যাদের বেতন হতে হতে লেগে যায় প্রথম ও দ্বিতীয় সপ্তাহ৷ ফলে, পুজোর আগে বেতন পাওয়া না পাওয়ার দোলাচলের মাঝেও পুজোর আনন্দ মাটি করতে নারাজ মধ্যবিত্ত জনতা৷ তবে পুজোর বাজেটে কিছুটা হলেও বাজেট কাটছাঁটের পথেই হাঁটতে বাধ্য হচ্ছেন তারা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + 14 =