করোনা আক্রান্ত বাংলার বাজার! অচ্ছুৎ মুরগি, মাছে আগুন, মহার্ঘ খাসি

করোনা আক্রান্ত বাংলার বাজার! অচ্ছুৎ মুরগি, মাছে আগুন, মহার্ঘ খাসি

কলকাতা: করোনা-আক্রান্ত এবার বাংলার বাজার৷ ব্যাহত বাঙালির রসনা৷ রবিবারের খাদ্য তালিকা থেকে বাদ পড়ল মুরগির মাংস৷ করোনা সংক্রমণের গুজবে মুরগি খেতে চাইছেন না সাধারণ মানুষ৷ যার জেরে এক ধাক্কায় অনেকটাই কমে গিয়েছে মুরগির দর৷ সেই সুযোগে হু-হু করে বাড়ছে মাছের দাম৷ খাসির মাংসের দাম আকাশ ছোঁয়া৷ ৬৫০-৭০০ টাকা কেজিতে পৌঁছে গিয়েছে খাসি৷ বাজার দর দেখে মাথায় হাত পড়েছে বাঙালির৷ সব দেখেও প্রশাসন নির্বিকার৷

করোনা সংক্রমণের ভয়ে মুরগি থেকে মুখ ফিরিয়েছে মানুষ৷  মুরগির দাম কমতেই আগুন মাছের বাজার৷ ছোঁয়া যাচ্ছে না সবজিও৷ সুযোগ বুঝে দর হাঁকছে ব্যবসায়ীরা৷ পরিস্থিতির ফাঁপড়ে পড়েছে আম জনতা৷ বাঙালির অতি প্রিয় কাতলার দাম পৌঁছেছে ৩০০ থেকে ৩৫০ টাকা কেজিতে৷ রুই ২৫০ টাকা কেজি৷ ভোলা কেজি প্রতি ৩০০ টাকা৷ এদিকে, ভেটকি কেজি প্রতি ৪৫০ থেকে ৫০০ টাকায় পৌঁছেছে৷ বাটা মাছ ২০০ থেকে বেড়ে দাঁড়িয়েছে ২৫০ টাকা কেজিতে৷ ত্যালাপিয়ার দামও নেহাত কম নয়৷ ২৫০ টাকা কেজি৷ মাছের বাজারে ব্রাত্য ল্যোটেও এখন ৮০ থেকে পৌঁছে গিয়েছে ১৫০ টাকা কেজিতে৷ ট্যাংরার কেজি ৪০০ টাকা৷ এই বাজার মূল্যে মানুষ খাবে কি? চিন্তার ভাঁজ বাঙালির কপালে৷

এদিকে, মুরগির চাহিদা কমতেই দাম পড়তে শুরু করেছে৷ কোথাও ১০০, কোথাও আবার ৮০ বা ৬০ টাকায় নেমে গিয়েছে মুরগির দাম৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *