উৎসবের মরসুমে লাফিয়ে বাড়ছে বাজার দর

কলকাতা: বছরের শেষ মরসুমে শহরে জাকিয়ে পরেছে শীত৷ আর এই শীতের আনন্দ উপভোগ করতে খামতি রাখতে রাজি নয় বাঙালি৷ তাই নানা জায়েগায় চলছে দেদার পিকনিকের মজা৷ তাই পিকনিকের বাজেট অনুযায়ী আয়োজন করতে হিমশিম খেতে হচ্ছে সাধারণের, বড়দিন অতিক্রান্ত হবার পর আজ কলকাতার বিভিন্ন বাজার ঘুরে দেখলেন আমাদের প্রতিনিধি৷ উৎসবের দিনে বাজার দর উর্ধমুখী হলেও আজ

উৎসবের মরসুমে লাফিয়ে বাড়ছে বাজার দর

কলকাতা: বছরের শেষ মরসুমে শহরে জাকিয়ে পরেছে শীত৷ আর এই শীতের আনন্দ উপভোগ করতে খামতি রাখতে রাজি নয় বাঙালি৷ তাই নানা জায়েগায় চলছে দেদার পিকনিকের মজা৷ তাই পিকনিকের বাজেট অনুযায়ী আয়োজন করতে হিমশিম খেতে হচ্ছে সাধারণের, বড়দিন অতিক্রান্ত হবার পর আজ কলকাতার বিভিন্ন বাজার ঘুরে দেখলেন আমাদের প্রতিনিধি৷

উৎসবের দিনে বাজার দর উর্ধমুখী হলেও আজ কলকাতায় চন্দ্রমুখী আলু বিকোছে প্রতি কিলো ২২ টাকা, পিঁয়াজ কিলো প্রতি ২০ টাকা, আদা ৬০ টাকা কিলো, রসুন ৭০ টাকা কিলো, ফুলকপি প্রতি পিস ২০ টাকা থেকে শুরু, বাঁধাকপি প্রতি পিস ১৫ থাকা থেকে শুরু , পটল ৬০ টাকা কিলো ,বেগুন ৪০ টাকা প্রতি কিলো ,গাজর ৪০ টাকা কিলো, পিয়াজ কলি প্রতি কেজি ৩০ টাকা| এই তো গেল সব্জীর বাজারের কথা ,এবার আশা যাক মাছ মাংসের দাম দরের দিকে৷ মুরগির মাংস ১৫০ টাকা কিলো,পাঠার মাংস ৫০০ টাকা কিলো, রুই ২২০ টাকা কিলো, গলদা চিংড়ি কিলো প্রতি ৬০০ টাকা ,কাতলা মাছ কিলো প্রতি ৩০০ টাকা থেকে শুরু, বাগদা মাছ ৪০০ থেকে ৬০০ টাকা প্রতি কিলো দরে বিকোচ্ছে৷ সুতরাং পিকনিকের মরসুমে বাজার দর যে ভাবে লাফিয়ে বেড়ে চলেছে তাতে কম বাজেটের মধ্যে এলাহি আয়োজন করা যথেষ্টই কঠিন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − 2 =