ভারত-বাংলাদেশ সীমান্তে হাট! দুই দেশের সম্পর্ক হবে আরও মজবুত

ভারত-বাংলাদেশ সীমান্তে হাট! দুই দেশের সম্পর্ক হবে আরও মজবুত

কলকাতা: সীমান্ত এলাকার অর্থনীতির উন্নয়নে ভারত-বাংলাদেশ সীমান্তে পাঁচটি হাট তৈরি হতে চলেছে। এর মধ্যে পশ্চিমবঙ্গের মালদহ এবং বাংলাদেশের রাজশাহী জেলার জিরো পয়েন্টে পাইলট প্রকল্প হিসেবে প্রথম এই আন্তর্জাতিক সীমান্ত হাট চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।

আরও পড়ুন- সুস্থতা কিঞ্চিৎ কমল, করোনা গ্রাফে দেশের চিন্তা বহাল

উপরিউক্ত জায়গা ছাড়াও উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট ও বাংলাদেশের সাতক্ষীরা সীমান্ত, উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্ত, বেনাপোল-পেট্রাপোল আন্তর্জাতিক সীমান্ত এবং নদীয়া জেলার গেদে ও বাংলাদেশের দর্শনা সীমান্তে বাকি হাট গুলি তৈরি করা হবে। এইজন্য দুই দেশের জিরো পয়েন্ট লাগোয়া ৭৫ মিটার অংশ করে জমি অধিগ্রহণ করে যৌথভাবে এই হাট তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দুই দেশের সীমান্ত এলাকার পাঁচ কিলোমিটারের মধ্যে বসবাসকারী বাসিন্দারা এই বাজারে তাদের পণ্য সামগ্রী কেনাবেচা করতে পারবেন। সীমান্তরক্ষী বাহিনী নিরাপত্তার দায়িত্বে থাকবে। উল্লেখ্য, এই সীমান্ত হাট তৈরি নিয়ে বাংলাদেশ এবং ভারত সরকার ২০১০ সালের ২২ অক্টোবর সমঝোতা পত্র স্বাক্ষর করেছিল। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × five =