পুরুলিয়া: বাংলার বিধানসভা নির্বাচনের ভোট পর্ব আজ থেকে শুরু হয়ে গেল। নজিরবিহীনভাবে ৮ দফা নির্বাচন হবে বাংলায়। আজ প্রথম দফার নির্বাচনের শুরুর আগেই রাজ্যের একাধিক জায়গা থেকে হামলার ঘটনা সামনে আসছে। মারধোর থেকে শুরু করে বোমাবাজি তো রয়েছেই, মাওবাদী কায়দায় হামলার ঘটনা ঘটে গিয়েছে ইতিমধ্যেই! জানা গিয়েছে পুরুলিয়ার বান্দোয়ানে মাওবাদী কায়দায় জ্বালিয়ে দেওয়া হয়েছে ভোট কর্মীর গাড়ি। যদিও এই ঘটনায় কেউ হতাহত হননি।
সূত্রের খবর গতকাল রাতে ঝাড়খন্ড সীমান্তের কাছে পুরুলিয়ার বান্দোয়ানে এই ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, ভোট কর্মীদের একটি গাড়ি বুথের দিক থেকে ফিরছিল ভোট কর্মীদের বুথে নামিয়ে। সেই গাড়িকে থামানোর জন্য বেশ কয়েকজন এগিয়ে আসে, তাদের মুখে কালো কাপড় বাঁধা ছিল। গাড়ি থামিয়ে চালককে নিচে নামিয়ে রাসায়নিক ছুড়ে গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। যতক্ষণে কেন্দ্রীয় বাহিনী এলাকায় আসে ততক্ষণে পালিয়ে যায় তারা। এদিকে, পটাশপুরে রাতভর বোমাবাজি হয়েছে। তৃণমূল এবং বিজেপি সংঘর্ষ থামাতে গিয়ে বোমার আঘাতে গুরুতর জখম হয়েছেন পটাশপুর থানার ওসি। অন্যদিকে ঝাড়গ্রামে আহত হয়েছেন তৃণমূল কর্মী এবং যার দায় গিয়ে পড়েছে ভারতীয় জনতা পার্টি শিবিরের উপর।
আরও পড়ুন: সাত সকালে প্রধানমন্ত্রীর বাংলায় টুইট! প্রথম দফার উত্তাপ বাড়ল
এর পাশাপাশি রানিবাঁধের রাওতোড়ায় আক্রান্ত হয়েছেন বুথ সভাপতি। সেখানে হামলার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এদিকে পুরুলিয়ায় তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। একই সঙ্গে যানা গিয়েছে, পুরুলিয়ায় ভোট কর্মীদের গাড়িতে আগুন লাগানোর মতো ঘটনাও ঘটেছে। জঙ্গলে বেশ কয়েকজন মুখ ঢেকে লুকিয়ে ছিলেন, তারাই এই হামলা করেছে বলে অভিযোগ। অন্যদিকে, খেজুরিতে রাতভর বোমাবাজি হয়। সেখানে বেশ কয়েকজন বিজেপি কর্মীকে মারধর করার অভিযোগ উঠেছে ঘাসফুল শিবিরের বিরুদ্ধে।