হুগলি : ফের বন্ধ হয়ে গেল হুগলির গোন্দলপাড়া জুট মিল। দীর্ঘ কয়েক মাস বন্ধ থাকার পরে গত ২০ এপ্রিল খুলেছিল জুট মিলটি।
মঙ্গলবার, রাতে ফের কারখানার গেটে কর্মবিরতির নোটিস ঝোলায় কর্তৃপক্ষ। ফলে পুনরায় কাজ হারালেন প্রায় সাড়ে চার হাজার শ্রমিক। ফলে শ্রমিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ৬ মে লোকসভা নির্বাচন হয়েছে হুগলিতে। তারপরেই জুটমিল বন্ধ হয়ে যাওয়ায় শ্রমিকদের অভিযোগ, ভোট পাওয়ার জন্যই কারখানা খুলে তাঁদের মিথ্যা আশ্বাস দেওয়া হয়েছিল। পুরুলিয়ার জনসভা থেকে ফের মিল চালু করতে বলেন মুখ্যমন্ত্রী। না শুনলে, কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।