Aajbikel

শুভেন্দুর বৈঠক বয়কট দলীয় নেতাদের একাংশের, ক্ষোভ উগড়ে জবাব তলব বিরোধী দলনেতার

 | 
শুভেন্দু

ডায়মন্ডহারবার:  শুক্রবার ডায়মন্ডহারবারে ছিল শুভেন্দু অধিকারীর বৈঠক৷ ওই বৈঠকে দেখা গেল গরহাজির একাধিক নেতা-কর্মী৷ এই ঘটনায় আরও একবার প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব৷ দলের পুরনো নেতাদের অনেকেই শুভেন্দুর উপস্থিতির কারণে বৈঠক বয়কট করেছেন বলে দলীয় সূত্রে খবর। যা নিয়ে ঘনিষ্ঠ মহলে ক্ষোভ উগড়ে দেন বিরোধী দলনেতা। 


মোদী সরকারের ন’বছর পূর্তি উপলক্ষে শুক্রবার ডায়মন্ড হারবার জেলা বিজেপির কার্যকারিণী বৈঠক ডাকা হয়েছিল। সেখানে শুভেন্দু অধিকারীই ছিলেন প্রধান বক্তা। কিন্তু সংগঠনের নড়বড়ে হাল দেখে হতাশ বিরোধী দলনেতা।


বিজেপি সূত্রে খবর, বিষ্ণুপুরের জয়রামপুরে কার্যকারিণী বৈঠকে যোগ দেননি সাংগঠনিক জেলার ছয় মণ্ডলের সভাপতি৷ শুভেন্দুর বৈঠকে তাঁদের অনুপস্থিতি নিয়ে দলের অন্দরেই প্রশ্ন উঠেছে। মণ্ডলের সভাপতিরা কেন এদিনের বৈঠকে অনুপস্থিত ছিলেন? কারণ সন্ধানে জন্য জেলা নেতৃত্বকে নির্দেশ দিয়েছেন শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, ৯০ জনের জেলা কমিটির সদস্যদের মধ্যেও অনেকে এদিন অনুপস্থিত ছিলেন। জানা গিয়েছে, ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার নেতা-কর্মীদের মধ্যে মাত্র দু’শো জন উপস্থিত হয়েছিলেন৷ 

ইতিমধ্যে আবার আবাস যোজনা নিয়ে নয়া অভিযোগ জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি দিয়েছেন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, কেন্দ্রীয় প্রকল্পের টাকা খরচ করেই রাজ‌্য সরকার আবাস যোজনা প্রকল্প চালাচ্ছে৷ অথচ প্রকল্পের নাম বদলে ফেলা হয়েছে। শুক্রবার কেন্দ্রীয় আবাস ও নগরোন্নয়ন মন্ত্রী হরদীপ সিং পুরীকে এই বিষয়ে চিঠি পাঠিয়েছেন নন্দীগ্রামের বিধায়ক৷ 

Around The Web

Trending News

You May like