রণক্ষেত্র বনগাঁ, বিজেপির ছোঁড়া বোমায় জখম বহু

বনগাঁ: বিজেপি প্রার্থী এলাকা ছাড়তেই বোমাবাজির জেরে রণক্ষেত্রের চেহারা নিল বনগাঁ লোকসভা কেন্দ্রের হিংলি৷ পরপর বেশ কয়েকটি বোমা ফাটানো হয় বলে অভিযোগ তৃমূলের৷ বোমার আঘাতে পুলিশকর্মী সহ বেশ কয়েকজন জখম হয়েছেন বলে খবর৷ পুলিশকে ঘিরে তৃণমূল কর্মীদের বিক্ষোভ৷ রাস্তায় গাছের গুড়ি ফেলে বিক্ষোভ স্থানীয়দের৷ রুটমার্ট করে এলাকায় ঢোকা চেষ্টা পুলিশের৷ এলাকায় পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী৷

রণক্ষেত্র বনগাঁ, বিজেপির ছোঁড়া বোমায় জখম বহু

বনগাঁ: বিজেপি প্রার্থী এলাকা ছাড়তেই বোমাবাজির জেরে রণক্ষেত্রের চেহারা নিল বনগাঁ লোকসভা কেন্দ্রের হিংলি৷ পরপর বেশ কয়েকটি বোমা ফাটানো হয় বলে অভিযোগ তৃমূলের৷ বোমার আঘাতে পুলিশকর্মী সহ বেশ কয়েকজন জখম হয়েছেন বলে খবর৷ পুলিশকে ঘিরে তৃণমূল কর্মীদের বিক্ষোভ৷ রাস্তায় গাছের গুড়ি ফেলে বিক্ষোভ স্থানীয়দের৷ রুটমার্ট করে এলাকায় ঢোকা চেষ্টা পুলিশের৷ এলাকায় পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী৷ পুলিশ পৌঁছে আহতদের উদ্ধার করে৷

অভিযোগ , আজ দুপুর দেড়টা নাগাদ হিংলি একালায় যান বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর৷ বিজেপি প্রার্থী এলাকা ছাড়তেই শুরু হয় বোমাবাজি৷ অন্তত পাঁচ থেকে ছ’টি বোমা ছোঁড়া হয়৷ বোমার আঘাতে জখম হন পুলিশ কর্মী-সহ এক তৃণমূল কর্মী৷ স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, এলাকায় অশান্তি ছড়াতে এই ঘটনা ঘটিয়েছে বিজেপি৷ এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শুরু করেছে পুলিশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + 17 =