হজরত মহম্মদ বিতর্ক: হাওড়ায় বাতিল ট্রেন, অবরোধে আটকে মৃত্যু যাত্রীর

হজরত মহম্মদ বিতর্ক: হাওড়ায় বাতিল ট্রেন, অবরোধে আটকে মৃত্যু যাত্রীর

হাওড়া: দিল্লির প্রাক্তন বিজেপি নেত্রী নূপুর শর্মার মন্তব্যের জেরে দেশের একাধিক জায়গার মতো অশান্ত বাংলাও। মূলত হাওড়ায় বিরাট বিক্ষোভ দেখানো হচ্ছে গত বৃহস্পতিবার থেকে। ইতিমধ্যেই পরিস্থিতি সামাল দিতে সেখানের ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে নবান্ন। কিন্তু তেমন কোনও লাভ হচ্ছে না কারণ পথে গণ্ডগোল আরও বাড়ছে। এই ঘটনার জেরে ব্যাহত হয়েছে একাধিক ট্রেন পরিষেবা, হাওড়া থেকে বহু দূরপাল্লার ট্রেন ছাড়ছে না, বাতিল হয়েছে। এদিকে জানা গিয়েছে, অবরোধে আটকে থাকা ট্রেনে মৃত্যু হয়েছে এক যাত্রীর।

আরও পড়ুন- হাইকোর্টের রায় মেনে ডিএ প্রদানে দাবি উঠল আবার, বিক্ষোভে STEA

হাওড়া এবং সংলগ্ন এলাকায় খুবই বিশ্রী পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রাস্তায় নেমে অবরোধ তো হচ্ছেই, পাশাপাশি পুলিশের সঙ্গে বচসা, মারপিঠ, গাড়ি ভাঙচুরের মতো ঘটনাও ঘটেছে বলে অভিযোগ উঠছে। শুক্রবারও ধূলাগড় ও উলুবেড়িয়ায় জাতীয় সড়ক অবরোধ হয়। পুলিশ কিয়স্কে আগুন জ্বালিয়ে দেয় বিক্ষোভকারীরা, এমন জানা গিয়েছে। অন্যদিকে খবর, হায়দরাবাদ-হাওড়া ইস্ট কোস্ট এক্সপ্রেস দীর্ঘক্ষণ আটকে থাকার কারণ এক যাত্রীর মৃত্যু হয়েছে। তিনি হায়দরাবাদে চিকিৎসা করাতে গিয়েছিলেন। দেউলটি স্টেশনে অবরোধের জেরে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে যায় ওই ট্রেনটি। তাঁর শরীর হঠাৎ করেই খারাপ হতে শুরু করে। পরে তাঁর মৃত্যু হয়। তবে যাই হয়ে হাক না কেন বিক্ষোভ এবং আন্দোলন কিছুতেই থামছে না।

আপাতত এও জানা গিয়েছে, টাটানগর-হাওড়া ইস্পাত এক্সপ্রেস, আদ্রা-হাওড়া শিরোমণি এক্সপ্রেস, পুরুলিয়া-হাওড়া এক্সপ্রেস ও ভদ্রক-হাওড়া এক্সপ্রেস শনিবার বাতিল করা হয়েছে। এছাড়াও একাধিক দূরপাল্লার ট্রেনের সময় পরিবর্তন করা হয়েছে, নির্ধারিত সময় থেকে পিছিয়ে দেওয়া হয়েছে। উল্লেখ্য, আগামী সোমবার সকাল ছ’টা পর্যন্ত হাওড়ায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে নবান্নের তরফে। রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী জানিয়েছেন, পরিস্থিতি সামাল দিতে এবং অস্থিরতা রুখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তাছাড়াও রাজ্য পুলিশের এডিজি এবং আইজি (আইন-শৃঙ্খলা)-র তরফে এ ব্যাপারে অনুরোধ করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *