শুধু শিয়ালদহ শাখাতেই বাতিল হল ২৩৩টি ট্রেন! কী কারণ

কলকাতা: মঙ্গলবার রঙের উৎসব। রাজ্যজুড়ে পালিত হবে দোল। আর এই দিন তাই বাতিল হল বহু লোকাল ট্রেন। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, শুধুমাত্র শিয়ালদহ শাখাতেই বাতিল করা হয়েছে ২০০-র বেশি ট্রেন। অন্যদিকে হাওড়া শাখাতেও একাধিক ট্রেন বাতিল করা হয়েছে বলে জানান হয়েছে। এমনিতেই এই দিনে অধিকাংশ জায়গায় ছুটি থাকে। তাহলেও অনেক মানুষ রাস্তায় বের হন, ট্রেন যাত্রা করেন। তারা দুর্ভোগে পড়তে পারেন বলে আশঙ্কা।
আরও পড়ুন- ক্যানসার ধরা পড়েছিল মার্কিন প্রেসিডেন্টের, কতটা মারাত্মক
রেল সূত্রে খবর, আগামীকাল শিয়ালদহ মেইন শাখায় বাতিল করা হয়েছে ১০৫টি ট্রেন। বনগাঁ শাখায় বাতিল ৩৩টি ট্রেন। ওদিকে, ডানকুনি শাখায় ১৬টি, শিয়ালদহ দক্ষিণ শাখায় ৬২টি ট্রেন বাতিল। আবার হাসনাবাদ শাখায় বাতিল ১৭টি ট্রেন। দোলের দিন সরকারি অফিস, স্কুল, কলেজ বন্ধ থাকে। সেক্ষেত্রে ট্রেন চালালেও, বেশি যাত্রী পাওয়া যাবে না। এই যুক্তি দিয়েই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান হয়েছে। পাশাপাশি এও বলা হয়েছে, এই দিন বেশি কর্মীও পাওয়া যাবে না।
দোল এবং হোলির কারণে শহরেও বাড়ছে নিরাপত্তা। কোনও ভাবে যাতে অপ্রীতিকর কোনও ঘটনা না ঘটতে পারে তার জন্য বেশকিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হোলির তুলনায় দোলের দিন চাপ বেশি থাকে বটে কিন্তু এবার দুই দিনই শহরের নিরাপত্তায় পুলিশের সংখ্যা সমান থাকবে বলে লালবাজার সূত্রে জানা গিয়েছে। খবর, দু’দিনেই কলকাতায় থাকতে পারে অতিরিক্ত সাড়ে তিন হাজার থেকে চার হাজার পুলিশ বাহিনী। শহরের অন্তত পাঁচশোটি গুরুত্বপূর্ণ জায়গায় থাকবে পুলিশ পিকেট।