কুড়মি আন্দোলনের প্রভাব বাড়ছে, পঞ্চম দিনেও বাতিল একাধিক ট্রেন

কুড়মি আন্দোলনের প্রভাব বাড়ছে, পঞ্চম দিনেও বাতিল একাধিক ট্রেন

কলকাতা: কুড়মি জাতিকে তফসিলি জনজাতি সম্প্রদায়ভুক্ত করার দাবিতে কুড়মি মাহাতো সম্প্রদায় আন্দোলনের ডাক দিয়েছিল। গত মঙ্গলবার থেকে চলা এই আন্দোলন শনিবার পঞ্চম দিনে পড়েছে। আর গত কয়েকদিনের মতো শনিবারও বাতিল হয়েছে একাধিক ট্রেন। তাই নিত্যযাত্রীদের ভোগান্তি আরও বেড়েছে। বেশ কিছু ট্রেনের যাত্রাপথ পরিবর্তন এবং সংক্ষিপ্ত করা হয়েছিল। তাতেও যে খুব একটা বড় লাভ হয়েছে এমন নয়। আন্দোলন কবে থামবে তার কোনও লক্ষণ নেই।

আরও পড়ুন- ৫৯০০০ প্রাথমিক শিক্ষকের মেধাতালিকা প্রকাশ করতে হবে পর্ষদকে, নির্দেশ হাই কোর্টের

কুড়মালি ভাষাকে সংবিধানের অষ্টম তফসিলে অন্তর্ভুক্তির দাবি নিয়ে পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর-সহ রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষোভ বাড়তে শুরু করে। সেই প্রেক্ষিতেই হতে থাকে ট্রেন অবরোধ। গত কয়েকদিনে প্রায় ২৫০-র কাছাকাছি ট্রেন বাতিল করতে বাধ্য হল দক্ষিণ-পূর্ব রেল। কিন্তু আন্দোলন থামার কোনও চিহ্ন এখনও পর্যন্ত পাওয়া যায়নি। শনিবারও প্রায় ৪২ টি এক্সপ্রেস, মেমু, প্যাসেঞ্জার স্পেশাল, মেমু স্পেশাল বাতিল করে দেওয়া হয়েছে বলে রেল সূত্রে খবর।

যে যে ট্রেন বাতিল হয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হল, ১৮০৮৬ রাঁচি-খড়্গপুর এক্সপ্রেস, ১২৮১৪/১২৮১৫ টাটানগর-হাওড়া-টাটানগর স্পেশাল, ১২৮৭১/১২৮৭১২ হাওড়া-তিতলাগড় ইস্পাত এক্সপ্রেস, ১৮১৮৩/১৮১৮৪ টাটানগর-দানাপুর-টাটানগর এক্সপ্রেস, ০৮০৭১/০৮০৭২ খড়্গপুর-টাটানগর-খড়্গপুর প্যাসেঞ্জার স্পেশাল, ০৮০৪৯/০৮০৫০ খড়্গপুর-ঝাড়গ্রাম-পুরুলিয়ার মেমু স্পেশাল, ০৮৬৪১/০৮৬৪২ আদ্রা-বরকনা-আদ্রা মেমু প্যাসেঞ্জার, ০৩৫৯৮/০৩৫৯৭ আসানসোল-রাঁচি-আসানসোল মেমু প্যাসেঞ্জার, ০৩৫৯৬/০৩৫৯৫ বোকারো স্টিল সিটি-আসানসোল-বোকারো স্টিল সিটি মেমু প্যাসেঞ্জার, ০৮৬৪৭/০৮৬৪৮ আদ্রা-বরাভূম-আদ্রা স্পেশাল, ০৮৬৯৮/০৮৬৯৭ পুরুলিয়া-ঝাড়গ্রাম-পুরুলিয়া মেমু প্যাসেঞ্জার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + ten =