বাড়ছে বঞ্চনা, শাসকের প্রভাব কাটিয়ে বিজেপির পথে বাংলার বহু শিক্ষক

বাড়ছে বঞ্চনা, শাসকের প্রভাব কাটিয়ে বিজেপির পথে বাংলার বহু শিক্ষক

 

কলকাতা: বাংলার রাজনীতির রং, সরকার বদল হলেও কমেনি শিক্ষকদের বঞ্চনা৷ পরিবর্তনের সরকারের আমলেও বাংলার গ্র‍্যাজুয়েট শিক্ষকদের বঞ্চনা এখনও মেটেনি৷ বঞ্চনা কাটাতে শিক্ষক সংগঠনের তরফে মামলা, হাইকোর্টের রায়ে ঘোষণার পরও মেলেনি সমাধান৷ গ্র‍্যাজুয়েট শিক্ষকদের বেতন কাঠামো নির্ণয় করার নির্দেশ, শিক্ষামন্ত্রীর আশ্বাসের পরও স্নাতকোত্তর ও স্নাতক শিক্ষকের মধ্যে বেতন ফারাক নিয়ে রয়েছে বিতর্ক৷ প্রায় এক লক্ষ ২০ হাজার গ্র‍্যাজুয়েট শিক্ষকদের অধিকাংশের অন্দরে এই নিয়ে দানা বেধেছে ক্ষোভ৷ এবারে সেই ক্ষোভের আঁচ ধরা দিল  রাজ্যের শাসক ঘনিষ্ঠ শিক্ষক সংগঠনের অন্দরে৷

সম্প্রতি ঝাড়াগ্রাম জেলার প্রচুর শিক্ষক শাসকদলের প্রভাব কাটিয়ে সরাসরি বিজেপি ঘনিষ্ঠ শিক্ষক সংগঠনে যোগদান করেছেন৷ বিজেপি যোগ দেওয়া নাম অপ্রকাশিত রাখার শর্তে এক গ্র‍্যাজুয়েট শিক্ষক বলেন, ‘‘শাসক দলের রোষের মুখে পড়তে হবে বলে, এই বিষয়ে কেউ সরাসরি মুখ না খুললেও, গ্র‍্যাজুয়েট শিক্ষকদের বেতন বঞ্চনা নিরসন না করার অপরাধে তৃণমূল শিক্ষা সেলের প্রতি রাগ, অভিমান ও ক্ষোভের ফল সরাসরি ভোটবাক্সে পড়বে, এ ব্যাপারে আমরা নিশ্চিত৷’’

তাঁর আরও দাবি, ‘‘আর ঠিক এই কারণে বিজেপির প্রতি আকর্ষণ বাড়ছে শিক্ষকদের মধ্যে৷ আর বিজেপিও কৌশলে এই সুযোগের পূর্ণ ব্যাবহার করে সংগঠনের জাল বিস্তার করছে৷’’ আরও এক শিক্ষক নেতার বক্তব্য, ‘‘হাইকোর্টের রায়কে সরকার নস্যাৎ করেনি, আবার সদর্থক পদক্ষেপও গ্রহণ করেনি৷ এ থেকে পরিষ্কার বিগত বাম সরকারের ন্যায়, এই সরকারও গ্র‍্যাজুয়েট টিচার্সদের সঙ্গে বঞ্চনা জিইয়ে রেখে ভোট করতে চাইছে৷ আর এ ব্যাপারে তৃণমূল শিক্ষা সেল মুখে কুলুপ এঁটেছে৷ তবে সরকার এবং তৃণমূল শিক্ষা সেলের মনে রাখা উচিৎ, শুধু ১ লক্ষ ২০ হাজার শিক্ষক নন, তাঁদের পরিবারের লোকজনও কিন্তু ভোট দেবেন৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 3 =