টিউবওয়েলের জল খেয়ে অসুস্থ বহু বাসিন্দা, কামারহাটির ছায়া হাওড়ায়

টিউবওয়েলের জল খেয়ে অসুস্থ বহু বাসিন্দা, কামারহাটির ছায়া হাওড়ায়

হাওড়া: কামারহাটির ছায়া এবার হাওড়ায়৷ টিউবওয়েলের জল খেয়ে অসুস্থ হয়ে পড়লেন এলাকার বেশ কিছু বাসিন্দারা৷ তাঁদের মধ্যে কয়েকজন হাসপাতালে ভর্তি রয়েছেন৷ ঘটনাটি ঘটেছে হাওড়ার জগৎবল্লভপুরের বড়গাছিয়া এলাকার মানসিংহপুরে৷ ঘটনার জেরে এলাকায় ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য৷

স্থানীয় সূত্রের খবর, জগৎবল্লভপুরের বড়গাছিয়া এলাকার মানসিংহপুরের বাসিন্দাদের কয়েকদিন ধরেই পেটে তীব্র যন্ত্রণা সঙ্গে ঘন ঘন পায়খানার উপসর্গ দেখা দিচ্ছিল৷ শনিবারের পর রবিবারও বেশ কয়েকজন বাসিন্দার একই সমস্যা দেখা দেওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷ এরপরই অসুস্থদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে৷ সেখানে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকেরা কয়েকজনকে ছেড়ে দিলেও কয়েকজনের অবস্থা গুরুতর৷ হাসপাতালেই চলছে তাঁদের চিকিৎসা৷

বাসিন্দাদের অভিযোগ, স্থানীয় টিউবওয়েলের জল থেকেই কোনওভাবে দূষণ ছড়িয়েছে৷ কারণ, এই জল খাবার পরেই  পেটের যন্ত্রণা, পায়খানা ইত্যাদি সমস্যা দেখা দিয়েছে। তারই জেরে এই পরিস্থিতি৷ বাসিন্দাদের আশঙ্কাকে উড়িয়ে দিচ্ছে না পুরসভা কর্তৃপক্ষ৷ ইতিমধ্যে তাঁরা এবিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দিয়েছেন৷ সংশ্লিষ্ট এলাকার টিউবওয়েলের জল পরীক্ষা করার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে বলে পুরসভা সূত্রের খবর৷

গত সপ্তাহ থেকেই ডায়েরিয়ার প্রকোপ দেখা দিয়েছে কামারহাটি পুর এলাকার বিভিন্ন ওয়ার্ডে৷ সেখানে  ডায়েরিয়া আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে প্রায় দেড়শ৷  সরকারিভাবে মৃত তিন৷ যদিও বেসরকারি মতে, এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে চারজন এলাকাবাসীর৷ পরিস্থিতি খতিয়ে দেখতে ইতিমধ্যে এলাকা পরিদর্শন করেছেন রাজ্যের স্বাস্থ্য দফতরের পদস্থ কর্তারা৷ প্রাথমিকভাবে মনে করা হয়েছিল যে পুরসভার জল থেকে এই সংক্রমণ ছড়িয়েছে৷ তাই পুরসভার তরফে মাইকিং করে সরবরাহ করা জল ব্যবহার করতে নিষেধ করা হয়েছিল। জলের নমুনা পাঠানো হয়েছিল ল্যাবরেটরিতে। রিপোর্ট আসার পর দেখা যাচ্ছে আশঙ্কা অমূলক নয়৷ স্বভাবতই, কামারহাটির ঘটনা থেকে শিক্ষা নিয়ে হাওড়াতেও সর্তকতা জারি করেছে প্রশাসন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 − two =