এসএসসি ভবনের একাধিক ঘর তালাবন্ধ, ইন্টারনেট বিচ্ছিন্ন করাও হয়েছে

এসএসসি ভবনের একাধিক ঘর তালাবন্ধ, ইন্টারনেট বিচ্ছিন্ন করাও হয়েছে

4e8c3f099e38aac0720de727cee0d9aa

কলকাতা: এসএসসি নিয়ে যে কেলেঙ্কারি সামনে এসেছে তা গোটা রাজ্য তো বটেই দেশে আলোড়ন সৃষ্টি করেছে। ঘটনার গুরুত্ব এতই বেশি যে গত বুধবার রাতে জরুরি ভিত্তিতে এই মামলার শুনানি শুরু হয়। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্পষ্ট নির্দেশ দেন যে, কেউ এসএসসির অফিসে ঢুকতে পারবে না৷ পাশাপাশি ভবনে থাকবে সিসিটিভি নজরদারিও। সেখানে সিআরপিএফ মোতায়েন রাখার কড়া নির্দেশ দেওয়া হয়। এই মামলার তদন্ত করছে সিবিআই। তাই আচার্য সদন কর্তৃপক্ষকে তাদের নির্দেশ মানতেই হচ্ছে। এই পরিস্থিতিতে ভবনের সার্ভার রুম-সহ একাধিক ঘরে তালা ঝোলাতে নির্দেশ দিয়েছে সিবিআই। ঘরগুলির ইন্টারনেট সংযোগও বিচ্ছিন্ন করা হয়েছে।

আরও পড়ুন: নিয়োগ বিতর্কের মাঝেই পদত্যাগ করলেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান

নিয়োগ নিয়ে যে দুর্নীতির বিষয়টি সামনে এসেছে তাতে কোনও রকম ঢিলেঢালা মনোভাব দেখাতে প্রস্তুত নয় সিবিআই গোয়েন্দারা। প্রথম থেকেই আশঙ্কা করা হচ্ছিল যে, এই মামলায় অনেক তথ্য নষ্ট হতে পারে। যারা মামলাকারী তাদের তরফ থেকে উদ্বেগ প্রকাশ পাওয়ায় জরুরি ভিত্তিতে মামলার শুনানি হয়। তারপরেই আসে একের পর এক কড়া নির্দেশ। এবার এসএসসি ভবনের একাধিক ঘর এবং ইন্টারনেট সংযোগ বন্ধ করে আরও কড়া অবস্থান নিল সিবিআই। কিন্তু এই সিদ্ধান্তের জন্য এসএসসি-র বিভিন্ন কাজের গতি শ্লথ হয়েছে বলে জানান হয়েছে কর্তৃপক্ষের তরফে। যদিও তাতে যে খুব একটা বেশি সমস্যা হচ্ছে এমনটা নয়।

কর্তৃপক্ষ জানাচ্ছে, যে ঘরগুলিতে ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে সেই ঘরগুলিতে একাধিক কম্পিউটার রয়েছে যাতে বেশ কিছু তথ্য আছে। তথ্য জানার অধিকার আইনে মামলা এবং এসএসসি মামলার জন্য গুরুত্বপূর্ণ নথি সেখানে বর্তমান। তাই প্রয়োজন অনুযায়ী সেই তথ্য পেতে কিঞ্চিৎ সমস্যা হচ্ছেই। তবে আরও বলা হয়েছে, শিক্ষকদের বদলির বিষয়টি উৎসশ্রী পোর্টালের মাধ্যমে হওয়ায় সেই কাজে কোনও অসুবিধা হচ্ছে না। বাকি গুরুত্বপূর্ণ কিছু ব্যাপার হলে আদালত সময় অনুসারে নির্দেশ দেবে বলেই মনে করছে তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *