কলকাতা: গতকাল নন্দীগ্রামের সভায় দাঁড়িয়ে ভাই সৌমেন্দু অধিকারীর বিজেপিতে যোগদানের বিষয়ে কার্যত ঘোষণা করেছিলেন শুভেন্দু অধিকারী। সেই ঘোষণা অনুযায়ী কাঁথিতে শুভেন্দু অধিকারী সহ ১৫ জন বিদায়ী কাউন্সিলর যোগ দেন ভারতীয় জনতা পার্টি শিবিরে। বিজেপিতে যোগ দিয়েই পুরনো দল তৃণমূল কংগ্রেস নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন সৌমেন্দু অধিকারী। বললেন, তৃণমূল ছাড়ার বহু কারণ আছে।
নতুন বছরের প্রথম দিনই কাঁথির সভা থেকে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন, তৃণমূল কংগ্রেস দেড় জনের দল, পিসি এবং ভাইপো।একইসঙ্গে, নিজের ভাই সৌমেন্দু অধিকারীর অপসারণ প্রসঙ্গে কথা বলতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, এখন যাকে কাঁথির প্রশাসক পদে বসানো হয়েছে তিনি আদতে রামনগরের ভোটার। এবার দল ত্যাগ করার পর সৌমেন্দু অধিকারীর বক্তব্য, তৃণমূল ছাড়ার পিছনে বহু কারণ রয়েছে। যদি কখনও বক্তব্য রাখার সুযোগ পান, সভা করতে পারেন তাহলে সেই দিনই সব প্রকাশ্যে বলবেন। এক্ষেত্রে বোঝা যাচ্ছে, পদ হারানোর বিষয় নিয়েই ক্ষোভ ওগরাতে হয়তো চলেছেন তিনি, কারণ ইতিমধ্যেই সেই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে। প্রসঙ্গত, কিছুদিন আগেই কাঁথি পুরসভার প্রশাসক পর থেকে শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীকে অপসারিত করেছে রাজ্য সরকার।অপসারণের পর সেই নির্দেশিকার আইনি বৈধতা চ্যালেঞ্জ করেছেন সৌমেন্দু অধিকারী। এই ঘটনায় ভাই সৌমেন্দু পাশে দাঁড়িয়ে রাজ্যের তৃণমূল সরকার কে চ্যালেঞ্জ করলেন তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী। মূলত যাকে প্রশাসক পদে বসানো হয়েছে তাঁকে নিয়ে তাঁর আপত্তি রয়েছে। ইতিমধ্যেই তিনি প্রশ্ন তুলেছেন, যিনি কাউন্সিলরই নন, তাকে কিভাবে প্রশাসক পদে বসানো যায়।
এদিকে গতকালের সভায় ভাইকে দলে টেনে কার্যত তৃণমূল কংগ্রেসের চ্যালেঞ্জের জবাব দিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তৃণমূল কংগ্রেসের তরফে তাঁকে কার্যত চ্যালেঞ্জ ছোড়া হয়েছিল যে, নিজের বাড়িতে পদ্ম ফুটিয়ে দেখাতে হবে। খড়দহ থেকে জনসভায় শুভেন্দু অধিকারী কার্যত সেই চ্যালেঞ্জ গ্রহণ করে দাবি করেছিলেন নিজের বাড়িতেও পদ্ম ফোটাবেন তিনি। গতকাল শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীর যোগ দিলেন বিজেপিতে। এক কথায় তৃণমূল কংগ্রেসকে সেই চ্যালেঞ্জের জবাব দিলেন নন্দীগ্রামের প্রাক্তন সাংসদ।