বাতিল হতে পারে রাজ্যের বহু রেশন কার্ডের বৈধতা! আধারে বিপত্তি

বাতিল হতে পারে রাজ্যের বহু রেশন কার্ডের বৈধতা! আধারে বিপত্তি

কলকাতা: কমতে পারে রাজ্যে মোট ডিজিটাল রেশন কার্ডের সংখ্যা৷ আর গ্রাহক সংখ্যা কমলে আর্থিক সাশ্রয় হবে সরকারের৷ খাদ্যের ভর্তুকি খাতে খরচ কমে যাবে৷ এমনই হিসাব কষছে খাদ্য ভবনের কর্তারা৷ কী ভাবে হবে এই সাশ্রয়? কেন কমতে পারে মোট ডিজিটাল রেশন কার্ডের সংখ্যা?

এই মুহূর্তে সরকারি হিসেব বলছে, রাজ্যে এখন ডিজিটাল রেশন কার্ড রয়েছে এমন গ্রাহকের সংখ্যা প্রায় ৯ কোটি ২০ লক্ষ৷ নতুন করে আরও ৩০ লক্ষ গ্রহকের নামে কার্ড পাঠানো হচ্ছে৷ কিন্তু, তার পরও রাজ্যে মোট ডিজিটাল রেশন কার্ডের সংখ্যা শেষ পর্যন্ত কমার ইঙ্গিত দিচ্ছেন অধিকারিকদের একাংশ৷

কেননা, ডিজিটাল রেশন কার্ডের সঙ্গে আধার নম্বর সংযুক্তিকরণের কারণে সংখ্যা বেশ কিছুটা কমতে পারে বলে আশঙ্কা৷ কেন্দ্রের নির্দেশ অনুযায়ী আগামী ৩১ মার্চের মধ্যে আধার সংযুক্তিকরণ করতে হবে রেশন কার্ডের সঙ্গে৷ আর তা না হলে বাতিল হতে পারে বৈধতা৷ এখনও পর্যন্ত প্রায় ৭ কোটি ২৮ লক্ষ রেশন গ্রাহকের আধার সংযুক্ত করা সম্ভব হয়েছে৷ কিন্তু, আধারের সঙ্গে রেশন কার্ডের সংযোগের হার দিনে দিনে কমছে৷ ফলে, শেষ পর্যন্ত মোট কত রেশন কার্ডের সঙ্গে আধার সংযুক্তিকরণ করা সম্ভবকর হল, তা জানা গেলে সংখ্যাটা পরিষ্কার হয়ে যাবে৷

এবার নতুন কার্ডের জন্য ৩ ও ৪ নম্বর ফর্মের সঙ্গে বাধ্যতামূলকভাবে আধার নম্বর দিতে হয়েছে৷ কিন্তু, আগে ফর্মে তা বাধ্যতামূলক ছিল না৷ আগে ইস্যু হওয়া ডিজিটাল রেশন কার্ডের আধার নম্বর সংযুক্তিকরণ গ্রাহককে রেশন ডিলারের কাছে গিয়ে ই-পস মেশিনের মাধ্যমে করতে হচ্ছে৷ আধিকারিকদের আশঙ্কা, আধার সংযুক্ত কার্ড সব মিলিয়ে ৯ কোটি অতিক্রম করবে না৷ আধার না থাকায় বহু গ্রাহক এই সুবিধা নাও পেতে পারেন বলেও তৈরি হয়েছে চূড়ান্ত আশঙ্কা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *