Aajbikel

বছর ফুরতে চলল, এখনও নতুন পোশাক হাতেই পেল না প্রাথমিকের বহু পড়ুয়া

 | 
পড়ুয়া

উলুবেড়িয়া: প্রাথমিক স্কুলের পড়ুয়াদের নতুন ইউনিফর্ম তৈরির জন্য সরকারের পক্ষ থেকে জামাকাপড়ের ছিট দেওয়া হয়েছিল৷ তার পর আট মাস কেটে গিয়েছে। এতদিনেও স্কুল ড্রেস হাতে পায়নি উলুবেড়িয়া ১ নম্বর ব্লকের উত্তর-দক্ষিণ সার্কেলের বেশ কয়েকটি প্রাথমিক স্কুলের পড়ুয়ারা৷ যেসব স্কুলের ছাত্রছাত্রীরা নতুন পোশাক পেয়েছে, তাদের মধ্যে অধিকাংশেরই মাপে গন্ডোগোল রয়েছে৷ কারও ছোট তো কারও আবার বড় হয়েছে। ফলে পুরনো জামাকাপড় পরেই স্কুলে যেতে হচ্ছে তাদের৷ 

নিয়ম মেনে প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রীদের নতুন পোশাকের তৈরির জন্য স্বনির্ভর গোষ্ঠীগুলিকে কাপড়ের ছিট দিয়েছিল সরকার। সেইমতো গত ফেব্রুয়ারি মাসে পড়ুয়াদের নতুন পোশাকের মাপ নিয়ে আসেন স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা। মাপমতো পোশাক বানিয়ে এপ্রিল মাসের গোড়াতেই তা বিভিন্ন স্কুলে তারা দিয়ে আসেন। তবে ব্যতিক্রম ঘটেছে উলুবেড়িয়া ১নং ব্লকের কয়েকটি প্রাথমিক স্কুলের ক্ষেত্রে। অভিযোগ, এই ব্লকের একাধিক স্কুলের ছাত্রছাত্রীরা এ বছর এখনও পর্যন্ত নতুন পোশাক হাতে পায়নি। এমনকী, যারা পেয়েছে, তাদের অনেকেরই পোশাকে মাপের গড়বড় হয়েছে৷ 

Around The Web

Trending News

You May like