কলকাতা: বারাসত স্টেশনের কাছে যাত্রীদের জন্য লাইনের নীচে দিয়ে একটি সাবওয়ে তৈরির কারণে ট্রাফিক ও পাওয়ার ব্লক শুরু হল। শনিবার রাত ১টা থেকে সাড়ে ২০ ঘণ্টার জন্য এই ব্লক নেওয়া হয়েছে। অর্থাৎ হিসেব মতো ব্লক শেষ হওয়ার কথা আজ, রবিবার রাত সাড়ে ন’টায়। পূর্ব রেল সূত্রের খবর, ব্লক চলাকালীন শিয়ালদহ বিভাগে মধ্যমগ্রাম থেকে বারাসতের মধ্যে কোনও ট্রেন চলবে না। পাশাপাশি শিয়ালদহ-বারাসত, বনগাঁ-বারাসত এবং হাসনাবাদ-বারাসত লাইনের বহু লোকাল ট্রেন বাতিল করা হচ্ছে। ছুটির দিন হলেও ট্রেন বাতিলের জেরে আজ বহু যাত্রী ভোগান্তিতে পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। ওয়াকিবহাল মহল মনে করছে, রবিবার বহু অফিসে ছুটি থাকলেও শীত পড়ে যাওয়ায় অনেকেই আজ বেড়াতে বের হবেন। অনেককেই আবার রবিবার কাজের জন্য বাইরে বের যেতে হয়। ফলে ট্রেনের সংখ্যা কমায় তাঁরা ভোগান্তি এড়াতে পারবেন না। যদিও পূর্ব রেলের এক কর্তা বলেন, যাত্রীদের সমস্যা যাতে কমানো যায়, সেইভাবেই এই কাজের দিনক্ষণ ঠিক করা হয়েছে। লেভেল ক্রসিংয়ের জায়গায় সাবওয়ে তৈরি হলে বাড়বে যাত্রী সুরক্ষা। ট্রেনও আরও সুষ্ঠুভাবে চলাচল করতে পারবে।
বারাসতে সাবওয়ে তৈরিতে আজ বাতিল বহু লোকাল ট্রেন
কলকাতা: বারাসত স্টেশনের কাছে যাত্রীদের জন্য লাইনের নীচে দিয়ে একটি সাবওয়ে তৈরির কারণে ট্রাফিক ও পাওয়ার ব্লক শুরু হল। শনিবার রাত ১টা থেকে সাড়ে ২০ ঘণ্টার জন্য এই ব্লক নেওয়া হয়েছে। অর্থাৎ হিসেব মতো ব্লক শেষ হওয়ার কথা আজ, রবিবার রাত সাড়ে ন’টায়। পূর্ব রেল সূত্রের খবর, ব্লক চলাকালীন শিয়ালদহ বিভাগে মধ্যমগ্রাম থেকে বারাসতের মধ্যে