districts
কলকাতা: বাংলায় লাগাতার বৃষ্টি হচ্ছে শেষ কয়েকদিন ধরে। তাতেই নাজেহাল সাধারণ মানুষ। ডিভিসি দুই ধাপে জল ছাড়াও সাত রাজ্যে বন্যা পরিস্থিতির আশঙ্কা। এরই মধ্যে আজ সকাল থেকে মেঘভাঙা বৃষ্টিতে তছনছ হয়ে গিয়েছে সিকিমের একাংশ। তিস্তা নদীর জল ভয়ঙ্কর রূপ নিয়েছে। তা ঢুকতে শুরু করে বঙ্গেও। এই অবস্থায় দাঁড়িয়ে আরও বড় দুর্যোগের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। বঙ্গের একাধিক জেলায় জারি করা হয়েছে লাল সতর্কতা।
হাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গের সবক’টি জেলাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা রয়েছে। তবে নির্দিষ্ট কয়েকটি জেলায় সবথেকে বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। তাদের মধ্যে আছে দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার, মালদহ। উত্তরবঙ্গের মোট তিনটি জেলায় লাল সতর্কতা রয়েছে। এইসব জেলায় বৃষ্টির পরিমাণ ৩০ সেন্টিমিটারের গণ্ডি ছাড়িয়ে যেতে পারে বলে অনুমান করা হচ্ছে। বাকি জেলাগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। তবে শুধু উত্তরবঙ্গ নয়, দক্ষিণবঙ্গেও দুর্যোগের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দুই ২৪ পরগনা, নদিয়া ছাড়াও বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে।
এই পরিস্থিতিতে একটাই প্রশ্ন, বৃষ্টি কবে থামবে। এর উত্তর আপাতত নিশ্চিতভাবে দিতে পারছে না হাওয়া অফিস। তবে তারা জানিয়েছে, শুক্রবার থেকে আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা আছে। তবে বৃষ্টি কমে গেলেও বন্যা পরিস্থিতির কী হবে, তা নিয়ে কিছুই অনুমান করা যাচ্ছে না।