অভিষেকের কনভয়ে হামলার ঘটনায় আটক অনেকে, চলছে জিজ্ঞাসাবাদ

অভিষেকের কনভয়ে হামলার ঘটনায় আটক অনেকে, চলছে জিজ্ঞাসাবাদ

শালবনি: শুক্রবার ঝাড়গ্রাম শহরে ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচি চলছিল। রোড শো শেষে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় শালবনির দিকে এগোনোর পথেই ইটবৃষ্টির সম্মুখীন হয়। রাস্তার দু’পাশে কুড়মিরা স্লোগান তুলে একাধিক গাড়িতে হামলা করে বলে অভিযোগ। এই হামলায় রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়ির কাচ ভেঙেছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, কনভয়ে হামলার ঘটনায় বেশ কয়েক জনকে আটক করেছে পুলিশ। ঝাড়গ্রাম থানায় তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যদিও ঠিক কতজনকে আটক করা হয়েছে তা এখনও স্পষ্ট নয়। 

শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় ঝাড়গ্রামের শালবনিতে ঢুকতেই কয়েকটি গাড়িতে হামলা হয়। কনভয়ের অন্য গাড়িতে রীতিমতো ইটবৃষ্টি করে কুড়মিরা বলে অভিযোগ। শুধু তাই নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে ‘চোর’ স্লোগানও তোলা হয়। ইতিমধ্যেই কুড়মিদের ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়ে চরম হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, হামলার পিছনে তাঁরা সত্যিই রয়েছেন কিনা তা, ৪৮ ঘণ্টার মধ্যে সাংবাদিক বৈঠকে স্পষ্ট করতে হবে। নইলে তিনি ধরে নেবেন, কুড়মিরাই তাঁর কনভয়ে হামলা চালিয়েছে। তাঁর দাবি, কুড়মিদের বিক্ষোভে তিনি ‘জয় শ্রীরাম’ স্লোগান শুনেছেন।