মুর্শিদাবাদ: পঞ্চায়েত ভোটের আগে সবথেকে স্পর্শকাতর অঞ্চল হিসেবে মুর্শিদাবাদকেই চিহ্নিত করেছিল রাজ্য নির্বাচন কমিশন। এমনই সবথেকে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন এই জেলাতেই করা হয়েছিল। কিন্তু কোথায় কী? ভোটের দিন হিংসা এবং খুনোখুনিতে সবার ওপরে সেই মুর্শিদাবাদ! সকাল থেকে চলা ভোটে ইতিমধ্যে রাজ্যে ১১ জনের মৃত্যু হয়েছে বলে খবর। এই ১১ জনের মধ্যে ৫ জনই খুন হয়েছেন মুর্শিদাবাদে। ওই ৫ জনের আবার ৩ জন শুধুমাত্র শাসকদলেরই কর্মী।বাকি এক কংগ্রেস কর্মী এবং একজন সিপিএম সমর্থককে খুনের অভিযোগ উঠেছে।
কমিশনের তরফে জানা গিয়েছিল, সবথেকে বেশি ৪৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে মুর্শিদাবাদে। কিন্তু ভোটের দিনের যে হিংসার তথ্য সামনে আসছে তা লজ্জাজনক। এখন একটাই প্রশ্ন, কেন্দ্রীয় বাহিনী তাহলে কী করল? মোতায়েন করা বাহিনীর ভূমিকা তাহলে কী? পঞ্চায়েত ভোট ঘোষণার পর থেকেই দফায় দফায় জেলার একাধিক অঞ্চল উত্তপ্ত হয়েছে। খড়গ্রাম, নবগ্রাম, রানিনগর সব এলাকাতে হিংসা হয়েছে। এমনকি খোদ রাজ্যপাল সিভি আনন্দ বোস জেলা সফরে গিয়েছিলেন পরিস্থিতি খতিয়ে দেখতে। তারপরেও কিছু বদলালো না।