কলকাতা: পঞ্চায়েত ভোটের আবহে রাজ্যের একাধিক জায়গা থেকে হিংসার অভিযোগ করা হয়েছে। সবক্ষেত্রেই অভিযুক্ত তৃণমূল কংগ্রেস। কোথাও বোমাবাজি, কোথাও খুনের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। লাগামছাড়া এই সন্ত্রাসের আবহে নজিরবিহীন পদক্ষেপ নিয়ে ‘পিস রুম’ বা ‘শান্তি কক্ষ’ খুলেছে রাজভবন। সেখানে ফোন অথবা ই-মেল করে অভিযোগ জানানো যাবে। তাহলে এই পদক্ষেপ নেওয়ার প্রথম দিনে কত অভিযোগ জমা পড়ল?
সোমবার থেকেই চালু হয়েছে রাজভবনের ‘পিস রুম’। আর জানা গিয়েছে, প্রথম দিন শেষ হওয়ার আগেই আপাতত ৩০০ টির বেশি অভিযোগ জমা পড়েছে সেখানে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে গিয়েছে, একদিনে যদি এত অভিযোগ জমা পড়ে তাহলে পঞ্চায়েত ভোটের দিন আসতে আসতে কত অভিযোগ জমা হবে। যদিও এই ইস্যুতে রাজ্যপাল আগেই দাবি করেছেন, ‘পিস রুম’ খোলা হয়েছে মানে পঞ্চায়েত ভোট শান্তিপূর্ণ হবে। অভিযোগগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সময় মতোই। প্রসঙ্গত, রাজভবনে অভিযোগ জানানোর জন্য যে ফোন নম্বর দেওয়া হয়েছে সেটি হল ০৩৩-২২০০১৬৪১। এর পাশাপাশি ই-মেল আইডি’ও দেওয়া হয়েছে। সেটি হল SD2w.b.governor@gmail.com।
” style=”border: 0px; overflow: hidden”” title=”পঞ্চায়েত নির্বাচনের প্রচারে রাজ্য নেতাতেই ভরসা রাখছে কেন্দ্রীও বিজেপি। Panchayat Election 2023″ width=”853″>
যদিও রাজভবনের এই সিদ্ধান্ত নিয়ে তর্ক-বিতর্ক শুরু হয়ে গিয়েছে। অনেক মানুষ একে সমর্থন করলেও কেউ কেউ প্রশ্ন তুলেছেন ‘সমান্তরাল প্রশাসন’ বিষয়টি তুলে ধরে। তাদের বক্তব্য, এই পদক্ষেপ নিয়ে আসলে রাজ্যপাল আলাদা করে ‘প্রশাসন’ চালাতে চাইছেন। তবে রাজনৈতিক মহলের একাংশের বক্তব্য, রাজ্য প্রশাসন নিশ্চয়ই হিংসা চায় না। তাহলে রাজ্যপাল যদি অশান্তি বন্ধে এমন পদক্ষেপ করে থাকেন তাতে অসুবিধা হওয়ার কথা নয় সরকারের।