ছাত্র মৃত্যুতে নড়েছে টনক, যাদবপুরে কী কী বদল আসছে

ছাত্র মৃত্যুতে নড়েছে টনক, যাদবপুরে কী কী বদল আসছে

কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের এক ছাত্রের মৃত্যুর পর কার্যত তোলপাড় চলছে রাজ্যে। ক্যাম্পাসে সিসিটিভি ক্যামেরা না বসানো থেকে শুরু করে ক্যাম্পাসের ভিতরে অবাধ প্রবেশ ইস্যুতে উঠেছে নানা প্রশ্ন। একাধিক ক্ষেত্রেই অভিযোগে বিদ্ধ যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে একজন ছাত্রের মৃত্যুর পর অবশেষে টনক নড়েছে তাদের। ইতিমধ্যে একাধিক বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে তাদের তরফে। তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য আইডি কার্ড বাধ্যতামূলক। 

বৃহস্পতিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জানান, এবার থেকে পরিচয় পত্র দেখিয়ে ক্যাম্পাসে ঢোকা বাধ্যতামূলক করা হয়েছে। রাত ৮টা থেকে সকাল ৭টা পর্যন্ত এই নিয়ম কার্যকর হচ্ছে। এছাড়া বিদ্যালয়ে বহিরাগত প্রবেশে নিয়ন্ত্রণ করতেও কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে। জানানো হয়েছে, বাইক বা চার-চাকার সামনে বিশ্ববিদ্যালয়ের স্টিকার না থাকলে ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হবে না। অন্যদিকে রোজ ঢোকা-বেরনোর রেজিস্ট্রার নিয়ম মতো মানা হবে। এও জানানো হয়েছে যে, গুরুত্বপূর্ণ সব জায়গাতে যেমন ক্যাম্পাসে সব গেট এবং হস্টেলের মেন গেটে ক্যামেরা বসানো হবে। 

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং সংক্রান্ত নির্দেশাবলি মানা হচ্ছে কি না, কর্তৃপক্ষ কী পদক্ষেপ করেছে, এইসব তথ্য ইউজিসি জানতে চেয়েছিল। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছিল যে, তাদের প্রাথমিক রিপোর্টে ইউজিসি সন্তুষ্ট হয়েছে। কিন্তু এখন তারা নতুন করে রিপোর্ট চেয়েছে। গতকাল অর্থাৎ বুধবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আসার কথা ছিল ইউজিসি প্রতিনিধি দলের। তবে তারা আসেননি। এখন রিপোর্ট তলব করা হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে ১২ প্রশ্নের উত্তর চেয়েছে তারা। নাহলে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − 5 =