অ্যাকাউন্ট নয়, এবার অয়নের একাধিক ব্যাঙ্ক লকারের হদিশ পেল ইডি

অ্যাকাউন্ট নয়, এবার অয়নের একাধিক ব্যাঙ্ক লকারের হদিশ পেল ইডি

কলকাতা: নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হওয়া প্রমোটার অয়ন শীলের একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টের খোঁজ পেয়েছিল ইডি। তা থেকে বিপুল টাকার লেনদেন হয়েছে বলেও তথ্য সামনে এসেছে। এবার অ্যাকাউন্ট নয়, একাধিক ব্যাঙ্ক লকারের হদিশ মিলল। ইডি সূত্রের খবর, এই লকারের ক্ষেত্রে অয়নের সঙ্গে যৌথভাবে নাম রয়েছে তাঁর স্ত্রীর। পাশাপাশি আরও কিছু টাকা লেনদেনের তথ্যও পেয়েছে তদন্তকারী সংস্থা বলে জানা গিয়েছে।  

আরও পড়ুন- পার্থর কাছে তাঁরা অনুরোধ করেছিলেন কি? নিরপেক্ষ তদন্তের দাবি কুণালের

জানা গিয়েছে, এই ব্যাঙ্ক লকারের বিষয়টি অয়ন শীলকে জেরা করেই পেয়েছে ইডি। সূত্রের খবর, এর মধ্যে দু’বার অয়নের স্ত্রীর সঙ্গে ফোনে যোগাযোগ করেছে তারা, আবার অয়নের ছেলে অভিষেকের সঙ্গেও কথা বলেছেন তদন্তকারীরা। ইডির দাবি, অয়নের স্ত্রীর অ্যাকাউন্ট থেকেও বার তিনেক কয়েক কোটি টাকা লেনদেন হয়েছে। এই সমস্ত টাকা নিয়োগ দুর্নীতির বলেই মনে করছে তদন্তকারী আধিকারিকরা। এবার এই লকার থেকে কী মেলে, বা আদৌ নতুন কোনও লেনদেনের খবর সামনে উঠে আসে কিনা, তা দেখার।