কলকাতা: তৃণমূল সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীর ভান্ডার৷ এই প্রকল্পে মাসে ৫০০ টাকা করে পেয়ে থাকেন মহিলারা৷ তবে এর জন্য বেশ কিছু শর্তও পূরণ করতে হয়৷ যেমন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পেতে হলে আবেদনকারীর বয়স হতে হবে ন্যূনতম ২৫ বছর৷ কিন্তু অভিযোগ, উত্তর দিনাজপুর জেলার বহু মহিলাই বয়সের নথি জাল করে এই প্রকল্পের জন্য আবেদন করেছেন৷ এই অভিযোগ এনেছে খোদ জেলা প্রশাসন৷ প্রতিটি আবেদন খতিয়ে দেখে বেনোজল সরানোর কাজ শুরু হয়েছে৷ বয়সের নথি জাল করে জেলার কোনও মহিলা ওই প্রকল্পের সুবিধা নিচ্ছেন কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে৷
আরও পড়ুন- আজ বাংলার কোভিড গ্রাফ কোন দিকে? জেনে নিন
প্রশাসনিক সূত্রের খবর, বর্তমানে উত্তর দিনাজপুরে ৪ লক্ষ ৭৩ হাজার ৭৯৩ জন মহিলা ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্পের অনুদান পাচ্ছেন। ২১ মে থেকে মঙ্গলবার পর্যন্ত জেলার ৯টি ব্লকে ‘দুয়ারে সরকার’ শিবির হয়৷ সেখানে নতুন করে লক্ষ্মীর ভান্ডারের জন্য প্রচুর আবেদন জমা পড়েছে৷ অভিযোগ, এই শিবিরগুলিতে জেলার বহু মহিলা বয়সের নথির প্রতিলিপি জাল করে ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্পের জন্য আবেদন করেছেন৷ প্রশাসনের তরফে জানানো হয়েছে, ওই ঘটনার পিছনে কোনও চক্র কাজ করছে কি না, সেটাও তদন্ত করে দেখা হবে৷
জেলাশাসক অরবিন্দকুমার মিনার কথায়, ‘‘কতজন মহিলা বয়সের নথি জাল করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন, তা আমরা খতিয়ে দেখছি। তবে সংখ্যাটা নেতাহ কম নয়৷ শতাধিক হবে। ধরা পড়লেই আবেদন বাতিল করবে প্রশাসন।’’
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>