শালিমার স্টেশনে বড়সড় দুর্ঘটনা, মৃত ১, জখম বহু

হাওড়া: হুড়মুড়িয়ে ভেঙে পড়ল শালিমার স্টেশনের নবনির্মিত শেড৷ শেড ভেঙে মৃত এক শ্রমিক৷ গুরুতর জখম ৬ শ্রমিক৷ আশঙ্কাজনক দুই শ্রমিক৷ দুঘটনার পর রেলের আধিকারিকদের সঙ্গে হাতাহাতি স্থানীয়দের৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন শালিমার স্টেশনে একটি নতুন শেড নির্মাণের কাজ চলছিল৷ শেড নির্মাণের কাজে হাত লাগিয়েছিলেন বেশ কয়েকজন শ্রমিক৷ কিন্তু প্লাটফর্ম থেকে একটি এক্সপ্রেস ট্রেন বেরিয়ে

শালিমার স্টেশনে বড়সড় দুর্ঘটনা, মৃত ১, জখম বহু

হাওড়া: হুড়মুড়িয়ে ভেঙে পড়ল শালিমার স্টেশনের নবনির্মিত শেড৷ শেড ভেঙে মৃত এক শ্রমিক৷ গুরুতর জখম ৬ শ্রমিক৷ আশঙ্কাজনক দুই শ্রমিক৷ দুঘটনার পর রেলের আধিকারিকদের সঙ্গে হাতাহাতি স্থানীয়দের৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন শালিমার স্টেশনে একটি নতুন শেড নির্মাণের কাজ চলছিল৷ শেড নির্মাণের কাজে হাত লাগিয়েছিলেন বেশ কয়েকজন শ্রমিক৷ কিন্তু প্লাটফর্ম থেকে একটি এক্সপ্রেস ট্রেন বেরিয়ে যাওয়া মাত্রই হুড়মুড়িয়ে শালিমার স্টেশনের উপর ভেঙে পড়ে নির্মীয়মান শেড৷ সেড ভেঙে পড়ায় ওভাররেটেড তার ছিড়ে যায়৷ বিদ্যুতের তার ছিড়ে যাওয়ার ঘটনায় বিদ্যুৎপৃষ্ঠ হন বেশ কয়েকজন শ্রমিক৷ শেডের নিচে চাপা পড়ে মৃত্যু হয় এক শ্রমিকের৷ দুর্ঘটনার সময় পালাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হন বেশ কয়েকজন৷ আহতদের অবস্থায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে৷

শালিমার স্টেশনে বড়সড় দুর্ঘটনা, মৃত ১, জখম বহু

নির্মীয়মান শেড ভেঙে জখম হয়েছেন অন্তত ছ’শ্রমিক৷ আহতদের কোনওক্রমে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করান৷ নির্মীয়মান শেড তৈরির পিছনে রেলের গাফিলতিকে দায়ী করেছেন স্থানীয় বাসিন্দারা৷ রেলের আধিকারিক ও স্থানীয়দের মধ্যে হাতাহাতির ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে৷ যখন মৃত ও জখম শ্রমিকদের ক্ষতিপূরণের দাবি তোলেন স্থানীয় বাসিন্দারা৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তড়িঘড়ি স্টেশন চত্বরে বিশাল পুলিশবাহিনী ও আরপিএফ মোতায়েন করা হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *