মমতার সভায় মনোজ! আগামিকাল ঘাসফুলে যোগ দেওয়ার সম্ভাবনা

মমতার সভায় মনোজ! আগামিকাল ঘাসফুলে যোগ দেওয়ার সম্ভাবনা

কলকাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার ২ দিনের মধ্যেই একই জায়গায় আগামিকাল সভা করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভা ঘিরে ইতিমধ্যেই উত্তেজনার পারদ তুঙ্গে রয়েছে। এবার উত্তেজনা আরও বাড়ল কারণ জানা গিয়েছে, কালকের সভা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে বাংলার ক্রিকেটার তথা প্রাক্তন বাংলা অধিনায়ক মনোজ তেওয়ারি তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চলেছেন! দলীয় সূত্রে খবর, আরও এক ফুটবলারও নাকি আগামিকাল যোগ দিতে পারেন ঘাসফুলে। 

কিছুদিন আগেই নিজের পদ থেকে ইস্তফা দিয়ে দলবদলের জল্পনা উস্কেছিলেন তৃণমূলের আরও এক ত্রিকেট তারকা লক্ষ্মীরতন শুক্লা। ২০১৬ সালে উত্তর হাওড়া বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেসের সন্তোষ কুমার পাঠককে হারিয়ে নির্বাচিত হন লক্ষ্মী। এরপর মমতা সরকারে ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রী হন। তবে তাঁর পদত্যাগের পর এখন মনোজকে সরাসরি হাতে পেতে চাইছে তৃণমূল কংগ্রেস বলে অনুমান করছে রাজনৈতিক মহলের একাংশ। লক্ষ্মীর মতো মনোজও হাওড়ার মানুষ। দুজনেই অবাঙালি কিন্তু বাংলার সঙ্গে তাদের সম্পর্ক নিবিড়। তাই লক্ষ্মী গেলেও তেওয়ারিতে ভরসা করতে চাইছে শাসক শিবির। 

ক্রীড়া প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে রাজ্যে হইচই ফেলে দিয়েছিলেন লক্ষ্মীরতন শুক্লা। শুধু ক্রীড়া প্রতিমন্ত্রীর পদ থেকে নয়, হাওড়া জেলার সহ-সভাপতি পদ থেকেও পদত্যাগ করেছেন তিনি। তবে লক্ষ্মীরতন প্রথম থেকেই বলছিলেন তিনি আপাতত রাজনীতি থেকে অবসর নিতে চান খেলাধুলার জগতে বেশি সময় দেওয়ার জন্য।সাংবাদিক সম্মেলন করে লক্ষ্মী বলেন, ক্রীড়াবিদ পরিচয় তাঁর সব থেকে বড় পরিচয়। তার এটা জেনে খুব ভাল লাগছে যে এখন সবাই তাঁকে এইভাবে চেনে। তিনি এদিন স্পষ্ট আরো একবার জানান, আপাতত রাজনীতি থেকে সরে যাওয়ার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কারুর ওপর কোনো ক্ষোভ নেই তাঁর, এমনকি বিরোধী নেতাদের ওপরেও ক্ষোভ নেই। সমস্ত রাজনৈতিক নেতাদের তিনি এদিন ধন্যবাদ পর্যন্ত জানিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর বরাবর সুসম্পর্ক এবং ভবিষ্যতেও থাকবে বলেই দাবি করেন লক্ষ্মীরতন শুক্লা। পাশাপাশি তিনি জানিয়েছেন, মেয়াদ সম্পন্ন না হওয়া পর্যন্ত তিনি বিধায়ক পদেই রইবেন, মানুষের জন্য কাজ করাটাই আসল উদ্দেশ্য তাঁর, সেই কারণে এখনও রাস্তায় বেরোবেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *