কলকাতা: রাজ্য সরকার রাজ্য পুলিশের মহানির্দেশক আইপিএস আধিকারিক মনোজ মালব্যকে রাজ্যের ডিরেক্টর জেনারেল ও ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশের অতিরিক্ত দায়িত্ব দিয়েছে। আজ নবান্ন থেকে এই সংক্রান্ত বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। দুই বছর তিনি এই অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। আজই রাজ্যপালের সম্মতি পাওয়ার পর নবান্ন থেকে নোটিফিকেশন জারি করে মনোজ মালব্যকে স্থায়ী ডিজি পদে নিয়োগ করা হয়। অগাস্টের শেষ কার্যকালের মেয়াদ শেষ হয় ডিজি বীরেন্দ্রর। সেই প্রেক্ষিতে গত ৩১ অগাস্ট কার্যনির্বাহী ডিজি হিসেবে দায়িত্ব নেন মালব্য।
জানা গিয়েছে, রাজ্যের তরফে ডিজি পদের জন্য কেন্দ্রের কাছে পাঠানো হয় ৬ জনের নাম। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে কারো নাম না আসায় ৩১ অগাস্ট মনোজ মালব্যকেই কার্যনির্বাহী ডিজি পদে নিয়োগ করেছিল রাজ্য। তিনি ছাড়াও সেই তালিকায় ছিলেন সুমনবালা সাহু, নীরজ পান্ডে, অধীর শর্মা, গঙ্গেশ্বের সিং, বিবেক সহায়। অবশেষে তিন মাস পর স্থায়ী পদে আনা হল মনোজ মালব্যকে। ইতিমধ্যেই বেআইনি অর্থলগ্নি সংস্থার মামলায় কলকাতা হাইকোর্টে সশরীরে হাজিরা দিয়েছিলেন মনোজ মালব্য৷ চিটফান্ড মামলায় দুটি সংস্থার ডিরেক্টরকে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট৷ কিন্তু ওই দুই সংস্থার ডিরেক্টর আদালতে হাজিরা না দেওয়ায়, আদালত অবমাননার অভিযোগ তোলেন মামলাকারীরা৷ ওই দুই অর্থলগ্নি সংস্থা সংক্রান্ত মামলাতেই ডিজিকে তলব করা হয়৷