Aajbikel

রাজ্য পুলিশের ডিজির নামে ফেসবুকে ভুয়ো অ্যাকাউন্ট! তদন্তে গোয়েন্দারা

 | 
ডিজি মালব্য

কলকাতা: রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যর নামে ফেসবুকে ফেক অ্যাকাউন্ট৷ মঙ্গলবার রাতে এই বিষয়টি নজরে আসে৷ এর পরেই তদন্ত শুরু করে পুলিশ। গোটা বিষয়টি খতিয়ে দেখছে আপাতত লালবাজারের সাইবার ক্রাইম শাখা৷ তদন্তের পাশাপাশি ফেসবুক কর্তৃপক্ষের কাছেও অভিযোগ জানানো হয়েছে। কে বা কারা ডিজি-র নামে এই ভুয়ো অ্যাকাউন্টটি খুলেছে তা খতিয়ে দেখছেন এডিজি-সিআইডি৷ 

মঙ্গলবার রাতে ডিজি মনোজ মালব্যর ছবি সহ একটি প্রোফাইল নজরে আসে কলকাতা পুলিশের। ওই প্রোফাইলের কভার ফটোতে দেখা যাচ্ছে গাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছেন ডিজি৷ প্রোফাইল পিকচারে রয়েছে তাঁর চেয়ারে বসে থাকা একটি ছবি। প্রোফাইলে এডুকেশন স্ট্যাটাসে লেখা রয়েছে তিনি সেন্ট জোসেফ কচলিয়া হাইস্কুল এবং ইউনিভার্সিটি অফ এলাহাবাদ থেকে পড়াশোনা করেছেন৷ তাঁর বর্তমানে ঠিকানা কলকাতা৷ 

প্রোফাইলটি দেখা মাত্র পুলিশ আধিকারিকরা বুঝে যান যে এটি ফেক৷ তড়িঘড়ি ঘটনার তদন্ত শুরু করে লালবাজার৷ সরকারিভাবে এই ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে কিনা, তা জানা যায়নি। তবে অভিযুক্তদের যে শীঘ্রই ধরা হবে, সে বিষয়ে আশ্বস্ত করেছেন কলকাতা পুলিশের তদন্তকারী এক অফিসার।

Around The Web

Trending News

You May like