একইসঙ্গে শপথ নিলেন ‘মান্না দম্পতি’! বিধানসভায় ইতিহাস

একইসঙ্গে শপথ নিলেন ‘মান্না দম্পতি’! বিধানসভায় ইতিহাস

কলকাতা: স্বামী এবং স্ত্রী একসঙ্গে বিধায়ক হিসেবে শপথ নিচ্ছেন বিধানসভায়, এই ছবি এর আগে কবে দেখা গেছে? এবার তা ঘটল বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর। আজ একসঙ্গে বিধায়ক হিসেবে শপথ নিলেন সিঙ্গুরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বেচারাম মান্না এবং হরিপালের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা তাঁর স্ত্রী করবী মান্না। তিনি আবার একজন পেশায় চিকিৎসক। ভোটের আবহে বিজেপি স্বজনপোষণের অভিযোগ তুললেও আদতে তা ছাপ ফেলতে পারেনি সাধারণ মানুষের মধ্যে। ‌দুজনেই নিজের নিজের কেন্দ্রে জয়ী হয়েছেন।

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশের পরে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে তিনি এবারের সিঙ্গুর বা নন্দীগ্রাম থেকে লড়তে চেয়েছিলেন। কিন্তু সিঙ্গুরের প্রাক্তন বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য্য রাজি না হওয়ায় তিনি নন্দীগ্রামে লড়েছেন। পরবর্তী ক্ষেত্রে অবশ্য রবীন্দ্রনাথ ভট্টাচার্য বিজেপিতে যোগ দেন এবং সেখানে প্রার্থী করা হয় বেচারাম মান্নাকে যিনি এর আগে হরিপালের বিধায়ক ছিলেন। এই প্রেক্ষিতে হরিপালে তৃণমূল কংগ্রেস প্রার্থী করে বেচারাম মান্নার স্ত্রী করবী মান্নাকে। নির্বাচনে দুই জনই নিজের নিজের কেন্দ্রে জয়ী হয়েছেন এবং আজ একসঙ্গে শপথ নিলেন বিধানসভায়। করবী অবশ্য জানাচ্ছেন, এর জন্য তিনি পুরোপুরি কৃতিত্ব দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং তারা দুজন একই সঙ্গে নিষ্ঠাভাবে কাজ করবেন বলে শপথ নিচ্ছেন।

যদিও দুজন একসঙ্গে শপথ নিয়ে কোনো ইতিহাস সৃষ্টি করেছেন কিনা সে ব্যাপারে বিশেষ অবগত নন করবী মান্না। এদিকে বেচারাম মান্না বলছেন, তারা দুজন প্রথম থেকেই রাজনীতির সঙ্গে জড়িত এবং যেভাবে কাজ করেন তাতে স্বজনপোষণের অভিযোগ ধোপে টিকবে না। সুতরাং বিজেপি যে অভিযোগ তাদের বিরুদ্ধে করছিল এবং যে ইস্যু নিয়ে তাদের বিরুদ্ধে সরব হয়েছিল তা স্বাভাবিকভাবেই মানুষ মেনে নেবে না সেটা তিনি জানতেন। অবশেষে বিধানসভা নির্বাচনের ফল সমস্ত কিছু পরিষ্কার করে দিয়েছে। অন্যদিকে সিঙ্গুরে নির্বাচনে হেরে গিয়ে এখন যথেষ্ট অপ্রস্তুতে পড়ে গিয়েছেন প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক তথা বর্তমান বিজেপি নেতা রবীন্দ্রনাথ ভট্টাচার্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − 1 =