কলকাতা: প্রাথমিকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত ইস্যুতে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে আদালতে ১৫০ পাতার সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করেছে ইডি। এতে নাম আছে তাঁর স্ত্রী, পুত্র সহ ঘনিষ্ঠ তাপস মণ্ডল এবং ২টি সংস্থার নাম। এই বিষয় নিয়ে আদালত থেকে বেরনোর সময় মুখ খুলে স্ত্রী এবং পুত্রকে নিয়ে কাতর আর্জি করলেন তিনি। মানিকের আবেদন, মামলায় তাঁর স্ত্রী-পুত্রকে যেন জড়ানো না হয়।
আরও পড়ুন: বাঁকুড়ার পাহাড়ি গুহা ফের আলোচনার কেন্দ্রে, কী আছে এখানে
নিয়োগ দুর্নীতি মামলায় ইডি চার্জশিট পেশ করেছে ব্যাঙ্কশাল আদালতে। সেখান থেকে বেরনোর সময় মুখ খুললেন মানিক ভট্টাচার্য। তাঁর কথায়, আমাকে মেরে ফেলো, কিন্তু স্ত্রী-পুত্রকে জড়িয়ো না। এদিন আদালতে ইডি আধিকারিকরা একটি ট্রাঙ্কে করে চার্জশিট এবং তার সমর্থনে নথিপত্র জমা দিয়েছেন। এর আগে মানিকের বিরুদ্ধে প্রাথমিক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত যে আর্থিক তছরুপের মামলার চার্জশিট পেশ করা হয়েছিল সেই চার্জশিটে মানিকের স্ত্রী এবং পুত্রের নাম ছিল না। এখন সেই নাম থাকায় স্বাভাবিকভাবে মানিক যে ভীষণ চাপে পড়েছেন তা বলাই বাহুল্য। উল্লেখ্য, ইডি’র পেশ করা চার্জশিটে মানিকের পাশাপাশি তাঁর ছেলে, স্ত্রী-সহ মোট ৬ জনের নাম রয়েছে।
গত অক্টোবর মাসে মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। বৃহস্পতিবারই সেই গ্রেফতারির ষাট দিন পূর্ণ হবে। তার আগে এই চার্জশিট পেশ করা হয়েছে। মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করার পরই ইডি আদালতে দাবি করেছিল, মানিকের পুত্রের অ্যাকাউন্টে মিলেছে প্রায় আড়াই কোটি টাকা। ইডির দাবি, লক্ষ লক্ষ টাকায় চাকরি বিক্রি করা হয়েছে।