Aajbikel

কুন্তল-শান্তনুকে চিনতে 'অস্বীকার' মানিকের, ফের জেল হেফাজতে গেলেন তিনি

 | 
মানিক

কলকাতা: নিয়োগ কাণ্ডে সকলেই ধৃত। কুন্তল ঘোষ এবং শান্তনু বন্দ্যোপাধ্যায় আগে দাবি করেছেন যে তাদের থেকে টাকা গিয়েছে পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের কাছে। কিন্তু এদিন আদালত চত্বরে মানিক স্পষ্ট বললেন যে তিনি তাদের কাউকেই চেনেন না। যদিও টাকার প্রসঙ্গ উঠলে তিনি কোনও মন্তব্য করতে চাননি। এদিকে আজকের শুনানির পর মানিক ভট্টাচার্যকে ৩ আগস্ট পর্যন্ত জেল হেফাজতে পাঠানো হয়েছে। 

আজ মানিক ভট্টাচার্যকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। আদালতে ঢোকার মুখে সাংবাদিকরা প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতিকে একাধিক প্রশ্ন করেন। তারা জানতে চান যে তিনি নিয়োগ কাণ্ডে ধৃত বহিষ্কৃত দুই তৃণমূল নেতা কুন্তল ঘোষ এবং শান্তনু বন্দ্যোপাধ্যায়কে চেনেন কিনা। তবে মানিক তাদের নাম শুনতেই স্পষ্ট উত্তরে বলেন, তিনি কাউকে চেনেন না। টাকা দেওয়া বা নেওয়ার বিষয়ে তিনি কোনও মন্তব্যই করেননি। প্রসঙ্গত, প্রাথমিক ও নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে আপাতত জেলবন্দি প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি।

ইডি তাদের চার্জশিটে আগেই দাবি করেছে যে, বিভিন্ন ডিএলএড কলেজে ছাত্রভর্তি নিয়ে কুন্তল ঘোষকে চাপ দিতে মানিক ভট্টাচার্য। পরে কুন্তল দাবি করেন, মানিক 'ঘনিষ্ঠ' তাপস মণ্ডলকে তিনি টাকা দিয়েছিলেন যা পরে মানিকের কাছেও পৌঁছেছিল। এদিকে এই মামলার সূত্রেই গ্রেফতার হন মানিকের স্ত্রী এবং পুত্রও। দেশে, বিদেশে মানিকের যত সম্পত্তি আছে তা বাজেয়াপ্তও করা হয়েছে। 

Around The Web

Trending News

You May like