এজেন্সি নিয়ে টিভি সাক্ষাৎকারের পরই মানস ভুঁইঞা, স্বরূপ মিত্রকে তলব ED-র

এজেন্সি নিয়ে টিভি সাক্ষাৎকারের পরই মানস ভুঁইঞা, স্বরূপ মিত্রকে তলব ED-র

কলকাতা: ভোটের মুখে কেন্দ্রীয় এজেন্সির বাড়াবাড়ি শুরু হয়, অভিযোগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার মমতার টিভি সাক্ষাৎকারের পরেই চাপ বাড়ল তৃণমূলে৷ বিধানসভা নির্বাচনের পঞ্চমদফার আগেই ভোটের মধ্যেই চাপ বাড়ল তৃণমূলের৷ আইকোর মামলায় তৃণমূলের কামারহাটির প্রার্থী মদন মিত্রের ছেলে স্বরূপ মিত্রকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করল ইডি৷ ডাকা হয়েছে তৃণমূল নেতা মানস ভুঁইঞাকেও।

বৃহস্পতিবার একটি জনপ্রিয় বাংলা খবরের চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে মমতা বলেছিলেন, বেশ কয়েকটি নির্বাচনের আগে তিনি দেখেছেন, কেন্দ্রীয় এজেন্সি ইচ্ছাকৃতভাবে দলীয় নেতাদের নাকাল করার চেষ্টা করে৷ নিজের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে মমতা বলেন, অভিষেক তাঁর থেকেও সাহসী৷ অভিষেক তাঁকে বলেছেন, দিদি তুমি টেনশন করও না৷ অমিত শাহ (স্বরাষ্ট্রমন্ত্রী) তাঁর পিছনে লাগতে পারে৷ তিনি পরোয়া করেন না৷ অভিষেক তৃণমূল যুব কংগ্রেসের জাতীয় সভাপতি৷ তাঁকে অনেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরসূরী বলেন৷ মমতা অভিযোগ, কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অভিষেক সহ বেশ কিছু তৃণমূল নেতাদের ভোটের মুখে ইচ্ছাকৃত নাকাল করার চেষ্টা করছেন৷ উদ্দেশ্য, তৃণমূল কংগ্রেসের সার্বিক চিত্র কালিমালিপ্ত করা৷

যদিও ইতিমধ্যেই ইডি সূত্রে যা খবর, বেআইনি অর্থলগ্নি সংস্থা আইকোরের বেশ কয়েকটি অনুষ্ঠানে গিয়েছিলেন মানস ভুঁইঞা৷ তাঁর বিরুদ্ধে এমন অভিযোগ রয়েছে৷ ইডির অফিসাররা তদন্তে করতে দিয়ে বেশ কিছু ভিডিও ফুটেজ হাতে পেয়েছেন৷ তা খতিয়ে দেখা হয়েছে৷ সেই ভিডিও ফুটেজে মানস ভুঁইয়াকে দেখা গেছে৷ সেই কারণেই জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ডাকা হয়েছে৷ আগামী ১৯ এপ্রিল মানস ভুঁইয়াকে হাজিরা দিতে বলা হয়েছে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে৷ অন্যদিকে মদন মিত্রের ছেলে স্বরূপ মিত্রকে ২৩ এপ্রিল স্বরূপ মিত্রকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে৷ এই মমলায় জিজ্ঞাসাবাদ করা হবে তাঁকেও৷ কয়েকদিন আগে রাজ্যে অন্যতম মন্ত্রী এবং সিনিয়ার তৃণমূল কংগ্রেস নেতা পার্থ চট্টোপাধ্যায়কেও নোটিস পাঠিয়েছে ইডির আধিকারিকরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *