মগরাহাটে ফের শুটআউট, নিহত ব্যবসায়ী

মগরাহাটে ফের শুটআউট, নিহত ব্যবসায়ী

cc7d92c2a591b248d4214b9c60d8a6fa

ডায়মন্ডহারবার: ফের শুটআউটের ঘটনা ঘটল দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটে। জানা যাচ্ছে, বুধবার ভরদুপুরে মগরাহাট থানার পশ্চিম যুগডিয়া এলাকায় প্রকাশ্যে গুলি চলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় গুলিবিদ্ধ হন স্থানীয় দুই ব্যবসায়ী। পরে তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয় বলে হাসপাতাল সূত্রে খবর। ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অন্যদিকে কে বা কারা এমন প্রকাশ্য দিবালোকে গুলি চালিয়েছে তাও এখনও স্পষ্ট। অভিযুক্তকে ধরতে তল্লাশি শুরু করেছে পুলিশ। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে পুলিশ ধরতে পারেনি বলে জানা গিয়েছে।

এই ঘটনা প্রসঙ্গে এলাকার স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বুধবার দুপুরে দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট থানার ওই এলাকায় বেশ কয়েকজন স্থানীয় যুবক গল্পগুজব করছিলেন। তাঁদের মধ্যেই দুজন হলেন মোজাম্মেন ঢালি এবং তাঁর ভাই রিজওয়ান ঢালি। পেশায় ব্যবসায়ী ওই দুই ভাই। তাঁদের পিয়াজ, রসুনের ব্যবসা রয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। বুধবার ওই দুই ভাইকে লক্ষ্য করেই হঠাৎ গুলি চালায় দুষ্কৃতীরা। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন ওই তাঁরা। সঙ্গে সঙ্গে তাঁদের হাসপাতালে নিয়ে যায় স্থানীয় বাসিন্দারা। মোজাম্মেলের মাথায় গুলি লাগে এবং রিজওয়ানের গুলি লাগে পেটে। তাঁদের মগরাহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে হাসপাতালের চিকিৎসকরা মোজাম্মেলকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে গুলিবিদ্ধ অপরজনের শারীরিক অবস্থাও আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর। এই মুহূর্তে আহত ওই যুবক ডায়মন্ডহারবার মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি রয়েছেন।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ব্যবসায় গন্ডগোলের জেরেই ওই দুই ভাইকে লক্ষ্য করে গুলি চালিয়েছে দুষ্কৃতীরা। যারা এই ঘটনা ঘটিয়েছে তাঁরা সুদের কারবারি বলে খবর। ব্যবসা জনিত আর্থিক বিবাদের জেরে ওই দুই ভাইকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে বলে মনে করছে পুলিশ। অন্যদিকে এ ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত। ইতিমধ্যেই তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

 উল্লেখ্য, গত মাসে জোড়া হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে মগরাহাটে। সেই সময় প্রাণ যায় এক সিভিক ভলেন্টিয়ার এবং তাঁর বন্ধুর। ইতিমধ্যেই সেই ঘটনার মূল অভিযুক্তকে দক্ষিণ কলকাতার চারু মার্কেট এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের মগরাহাটের দিনদুপুরে চলল ঢুলি। ফলে স্বাভাবিকভাবেই এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *