পরিকল্পিতভাবে বাংলাকে ডোবাল ডিভিসি, ‘ম্যান মেড বন্যা’! Man-made flood

Man-made flood কলকাতা: ডিভিসি-র জলে বন্যা পরিস্থিতি বাংলায়৷ জলে ভাসছে একাধিক জেলা৷ পরিস্থিতি খতিয়ে দেখতে বুধবার দুপুরে হুগলির পুরশুড়া ব্লকে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ গোটা…

Man-made flood

Man-made flood

কলকাতা: ডিভিসি-র জলে বন্যা পরিস্থিতি বাংলায়৷ জলে ভাসছে একাধিক জেলা৷ পরিস্থিতি খতিয়ে দেখতে বুধবার দুপুরে হুগলির পুরশুড়া ব্লকে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ গোটা পরিস্থিতির জন্য কেন্দ্রীয় সরকাররে দায়ী করেন তিনি৷ গোটা পরিস্থিতি খতিয়ে দেখে তিনি বলেন, এটা ‘ম্যান মেড বন্যা’৷ (Man-made flood)

man made flood
বন্যা

পুরশুড়ায় মুখ্যমন্ত্রী Man-made flood

পুরশুড়ায় একটি সেতুর উপর দাঁড়িয়ে পরিস্থিতি পর্যবেক্ষণের পর প্লাবন দেখে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন তিনি৷ মুখ্যমন্ত্রী কথায়, কেন্দ্রের অসহযোগিতা এবং উদাসীনতার জেরেই বাংলায় প্লাবন পরিস্থিতি তৈরি হয়েছে। ডিভিসি-র ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি৷ মমতা বলেন, ‘‘সাড়ে তিন লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে ডিভিসি৷ আমি নিজে ডিভিসি-র সঙ্গে কথা বলেছি। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গেও কথা বলেছি। ডিভিসি আরও ২ লক্ষ কিউসেক জল ধরে রাখতে পারত৷  পরিকল্পিতভাবে ওরা জল ছেড়ে বাংলাকে ডোবাল! এটা ম্যান মেড বন্যা।’’

Man-made flood

আর কত বঞ্চনা সহ্য করবে বাংলা?

তাঁর প্রশ্ন, ‘‘যখন ৭০-৮০ শতাংশ জল ভরে যায়, তখন কেন জল ছাড়ে না ডিভিসি?’’ অভিযোগের সুরেই তিনি বলেন, ‘‘কেন্দ্র ‘ড্রেনেজ’ করে না। নিজেদের রাজ্যগুলোকে বাঁচাচ্ছে। আর সবটা বাংলার উপরে চাপিয়ে দিচ্ছে। বাংলা আর কত বঞ্চনা সহ্য করবে?’’ পরিকল্পিত ভাবে বাংলাকে ডুবিয়েছে বলেও মন্তব্য করেন মমতা৷ তাঁর মুখে আরও একবার উঠে আসে ‘ম্যান মেড’ বন্যার কথা।

 

আরও পড়ুন-

উইকিপিডিয়াকে সুপ্রিম নির্দেশ

নাকা চেকিংয়ের সময়ে পুলিশের ওপর হামলা!

মনোজ বর্মার নামেই সিলমোহর মমতার,

Bengal: West Bengal CM Mamata Banerjee blames the central government for the man-made flood situation caused by DVC’s water release. She criticizes the lack of cooperation and negligence, leading to severe flooding in multiple districts. Mamata demands accountability.